Advertisement
  • এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • মে ২, ২০২৪

পার্বতী বাউলের জীবনচিত্র এবার কান চলচ্চিত্র উৎসবে

আরম্ভ ওয়েব ডেস্ক
পার্বতী বাউলের জীবনচিত্র এবার কান চলচ্চিত্র উৎসবে

কোচবিহারের মৌসুমি পারিয়াল , না এখন এই নাম বললে তাঁকে কেউ চিনবেনা। কিন্তু যদি বলা হয় ‘পার্বতী বাউল’, তাহলে বিশ্বের সংস্কৃতি মনস্ক বাঙালির কাছে তিনি অতি পরিচিত একটি নাম। এবার তাঁর জীবন নিয়েই নির্মিত হতে চলেছে বায়োপিক ‘জয়গুরু’। নির্দেশনায় পরিচালক-অভিনেতা সৌম্যজিত মজুমদার।সেই বায়োপিকের চিত্রনাট্য নিয়ে তিনি পাড়ি দিচ্ছেন ‘কান চলচ্চিত্র’ উৎসবে। ‘হোম কামিং’-এর পর এটি তাঁর দ্বিতীয় ছবি। পার্বতীর আশ্রমে যাতায়াত করতে গিয়ে তাঁর সাথা আলাপচারিতায় মুগ্ধ সৌম্যজিত সিদ্ধান্ত নেন তাঁর জীবনকে পর্দায় রূপ দেওয়ার। মৌসুমি পারিয়াল থেকে ‘পার্বতী বাউল’ হয়ে ওঠার সম্পূর্ণ সফরের গল্প ধরা থাকবে তাতে।সম্প্রতি, নিউ ইয়র্কের টাইম্‌স স্কোয়্যারে তাঁর অনুষ্ঠান ‘বাউল-যাত্রা’য় পার্বতী নিজের মুখে এই ছবির কথা ঘোষণা করেছেন।
অন্ধ বাউলের গা‌ন শুনে সে গানের ভক্ত হওয়া থেকে শুরু করে গুরু-মা ফুলমালা দাসী, সনাতন দাস বাউল, শশাঙ্ক গোসাঁইয়ের সান্নিধ্য থেকে আজকের পার্বতী বাউল হয়ে ওঠা, তার সাথে থাকবে তাঁর ব্যক্তিগত জীবনের অজানা তথ্য।
তিনি বলেন, ‘ছবির মাধ্যমে বাউল সংস্কৃতিকে আরও বেশি সংখ্যক দর্শকের সামনে তুলে ধরার সঠিক সময় এখন।’এখন এই সিনেমার মূল বিষয়বস্তু নিয়ে খুব একটা কথা বলতে রাজি নন নির্মাতারা। পরিচালক সৌম্যজিৎ জানালেন, গল্পে একজন বাউল শিল্পীর রাধিকার সঙ্গে মুম্বাইয়ের একজন সংগীত পরিচালক ঋত্বিকের কাজের সূত্র ধরে পরিচয় ধরেই এগিয়ে যাবে কাহিনী।
পর্দায় পাবর্তীর চরিত্র এবং সঙ্গীত পরিচালকের চরিত্রটির জন্য মুম্বইয়ের একাধিক অভিনেতার সঙ্গে এর মধ্যেই কথাবার্তা শুরু হয়েছে করে দিয়েছেন পরিচালক। প্রসঙ্গত উল্লেখ্য, দক্ষিণ এশিয়ায় ভারত (লোক আর্টস কালেক্টিভ), ইংল্যান্ড (মোরিঙ্গা স্টোডিয়োজ়), আমেরিকা (অ্যাডিটেড মোশন পিকচার্স) ও ফ্রান্সের (চয়ন সরকার) যৌথ প্রযোজনায় প্রথম ছবি হতে চলেছে ‘জয়গুরু’ই । আগামী বছরের শুরুতে ছবিটির শুটিং শুরু হবে। কলকাতা, শান্তিনিকেতন ছাড়াও শুটিং হবে বৃন্দাবন, কেরল, ইংল্যান্ড, আমেরিকা ও ফ্রান্স।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!