- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ১৭, ২০২৪
দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর পদে আবার সৌরভ গাঙ্গুলি

কদিন ধরেই শোনা যাচ্ছিল দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট থেকে সরিয়ে দেওয়া হবে সৌরভ গাঙ্গুলিকে। আইপিএলে আর তাঁকে এই দায়িত্বে দেখা যাবে না। সৌরভের জায়গায় আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট হবেন প্রাক্তন ক্রিকেটার বেনুগোপাল রাও। শেষ পর্যন্ত সৌরভকেই দায়িত্বে রেখে দেওয়া হল। বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে পার্থ জিন্দাল সৌরভকে ডিরেক্টর অফ ক্রিকেট পদে রেখে দেওয়ার কথা ঘোষণা করেছেন।
দুই সংস্থার হাতে রয়েছে দিল্লি ক্যাপিটালসের মালিকানা। একটা হল জেএসডব্লু গ্রুপ, অন্যটা জিএমআর গ্রুপ। দুই সংস্থার মধ্যে চুক্তি অনুসারে ঠিক হয়েছে, ২ বছর করে এক–একটা সংস্থার হাতে ফ্র্যাঞ্চাইজির ম্যানেজমেন্টের দায়িত্ব থাকবে। ফলে ২০২৫ ও ২০২৬ সালের আইপিএলে দল ম্যানেজমেন্টের দায়িত্ব সামলাবে জিএমআর।
জিএমআর গ্রুপের কর্ণধার কিরণ কুমার গ্রান্ধি। আইএল টি২০ ও মেজর লিগ ক্রিকেটে যথাক্রমে দুবাই ক্যাপিটালস ও সিটল অরকাস দলের মালিক। সিটল অরকাস দলের হেড কোচের দায়িত্বে রয়েছেন বেণুগোপাল রাও। তাঁর সঙ্গে কিরণ কুমারের সম্পর্ক ভাল। যেহেতু আগামী ২ বছরের ফ্র্যাঞ্চাইজি ম্যানেজমেন্টের দায়িত্ব জিএমআর গ্রুপের হাতে, ফলে সবকিছু ঢেলে সাজানো হচ্ছে। তাই আগামী ২ বছর দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেটের দায়িত্ব বেনুগোপাল রাওয়ের হাতে তুলে দিতে চেয়েছিল জিএমআর গ্রুপ। কিন্তু জিএসডব্লু গ্রুপের পার্থ জিন্দালের জন্যই সৌরভকে আরও ২ বছরের জন্য দায়িত্বে রাখা হল।
জেএসডব্লু গ্রুপের কর্ণধার পার্থ জিন্দাল এক বিবৃতিতে বলেছেন, ‘জেএসডব্লু স্পোর্টসে দাদা সবসময় একটা বিশেষ স্থান পেয়েছে। আমাদের কাছে তিনি প্রথমে পরিবার এবং তারপর ক্রিকেটের আইকন। আমি আগেও বলেছি, সৌরভ ক্রিকেটের সবচেয়ে তীক্ষ্ণ মস্তিষ্কের একজন। দাদা আবার পরিচালকের ভূমিকায় জেএসডব্লু স্পোর্টসের সব ধরণের ক্রিকেটের নেতৃত্ব দেবেন। আগামী ২ বছর ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে আইপিএলে ও মহিলাদের প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালস ও প্রিটোরিয়া ক্যাপিটালসের দায়িত্ব সামলাবেন।’
২০১৯ সালে দিল্লি ক্যাপিটালসে পরামর্শদাতা হিসেবে যোগ দিয়েছিলেন সৌরভ। কোচ রিকি পন্টিংয়ের সাথে কাজ করেছিলেন এবং পরে দিল্লি ক্যাপিটালসের সাথে ক্রিকেট পরিচালক হিসাবে কাজ চালিয়ে যান। সৌরভ বলেন, ‘আমেকে আবার দায়িত্ব দেওয়ায় জিএসডব্লু ও জিন্দাল পরিবারকে ব্যক্তিগতভাবে এবং পেশাগতভাবে অভিনন্দন জানাই। জেএসডব্লু স্পোর্টস বোর্ড দূরদর্শী কাজ করছে।’
❤ Support Us