- এই মুহূর্তে দে । শ
- জুন ৩, ২০২৪
শালবনি নয়, জমি জটের কারণে সৌরভের ইস্পাত কারখানা হচ্ছে গড়বেতায়

জমি জটের কারণে শেষ পর্যন্ত শালবনি থেকে সরে গেল সৌরভ গাঙ্গুলির প্রস্তাবিত ইস্পাত কারখানা। রবিবার বঙ্গীয় বাণিজ্য পরিষদের বাৎসরিক কনক্লেভে শালবনির পরিবর্তে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় কারখানা তৈরির কথা জানান সৌরভ। আগামী তিন-চার মাসের মধ্যেই এই নতুন কারখানার কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।
গত বছর সেপ্টেম্বরে রাজ্যে বিনিয়োগ নিয়ে আসার লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে স্পেন সফরে গিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। মাদ্রিদের বাণিজ্য সম্মেলনের মঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে হাজির ছিলেন তিনি। সেখানেই ঘোষণা করেছিলেন রাজ্যে তৃতীয় ইস্পাত কারখানা তৈরি করবেন। প্রতিশ্রুতি মতো সেই কাজে তিনি অগ্রসর হচ্ছেন। শালবনিতে এই কারখানা হওয়ার কথা থাকলেও জমিজটের কারণে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় নতুন ইস্পাত কারখানা তৈরির সিদ্ধান্ত নিয়েছেন সৌরভ।
রবিবার বঙ্গীয় বাণিজ্য পরিষদের অনুষ্ঠানে সৌরভ বলেন, “মুখ্যমন্ত্রীকে বলেছিলাম রাজ্যে কারখানা করতে চাই। আমার কথা শুনে দিদি অবাক হয়েছিলেন। অন্য রাজ্যে আমার আরও দুটো কারখানা রয়েছে। ২০০৭ সালে ছোট ইস্পাত কারখানা দিয়ে যাত্রা শুরু করেছিলাম। আরও একটা কারখানা রয়েছে আমার। এবার গড়বেতায় নতুন ইস্পাত কারখানা তৈরি করতে চলেছি। আশা করছি তিন-চার মাসের মধ্যে নতুন কারখানা তৈরির কাজ শুরু হবে।”
বঙ্গীয় বানিজ্য পরিষদের বাৎসরিক কনক্লেভে বাঙালিদের আরও এগিয়ে আসার আহ্বান জানান বন্ধন ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর চন্দ্র শেখর ঘোষ। অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কমিটির সদস্য সঞ্জীব সান্যাল।
❤ Support Us