Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ৪, ২০২৪

ঘোষিত হল বেঙ্গল প্রো টি২০ লিগের দল, সাফল্যের ব্যাপারে আশাবাদী সৌরভ

আরম্ভ ওয়েব ডেস্ক
ঘোষিত হল বেঙ্গল প্রো টি২০ লিগের দল, সাফল্যের ব্যাপারে আশাবাদী সৌরভ

আইপিএলের পরপরই শুরু হবে বহু প্রতীক্ষিত বেঙ্গল প্রো টি২০ লিগ। মোট ৮টি ফ্র‌্যাঞ্চাইজি এই প্রতিযোগিতায় অংশ নেবে। শুক্রবার কলকাতার এক পাঁচতারা হোটেলে ট্রফি উন্মোচিত হল। একই সঙ্গে আনুষ্ঠানিকভাবে ৮টি দল ও মার্কি ক্রিকেটারদের নাম ঘোষণা করা হয়েছে। সৌরভ গাঙ্গুলি, ঝুলন গোস্বামী, লক্ষ্মীরতন শুক্লা, মনোজ তেওয়ারিদের হাত দিয়ে ট্রফি উন্মোচন করা হয়।
বেঙ্গল প্রো টি২০ লিগে পুরুষ ও মহিলা বিভাগে ৮টি করে দল অংশ নেবে। এই ৮টি ফ্র‌্যাঞ্চাইজি হল রাঢ় টাইগার্স, যাদের পুরুষ ও মহিলা মার্কি ক্রিকেটার শাহবাজ আমেদ ও তিতাস সাধু। হারবার ডায়মন্ড দলের মার্কি প্লেয়ার মনোজ তিওয়ারি ও সুকন্যা পারিদা। লাক্স শ্যাম কলকাতা রয়্যালসের মার্কি প্লেয়ার অভিষেক পোড়েল ও মিতা পাল। মালদা সোবিসকো স্ম্যাশার্সের মার্কি প্লেয়ার মুকেশ কুমার ও ঋষিতা বসু। অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্সের মার্কি প্লেয়ার অনুষ্টুপ মজুমদার ও ধারা গুজ্জর। সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সের মার্কি প্লেয়ার আকাশ দীপ ও প্রিয়াঙ্কা বালা। রশমি মেদিনীপুর উইজার্ডসের মার্কি প্লেয়ার অভিমন্যু ঈশ্বরণ ও রিচা ঘোষ। মুর্শিদাবাদ কিংসের মার্কি ক্রিকেটার সুদীপ ঘরামি ও দীপ্তি শর্মা।
১১ জুন থেকে প্রতিযোগিতা শুরু হবে, চলবে ২৮ জুন পর্যন্ত। পুরুষদের ম্যাচগুলি হবে ইডেনে, আর মেয়েদের ম্যাচগুলি হবে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে। বেঙ্গল প্রো টি২০ লিগ নিয়ে দারুণ আশাবাদী সৌরভ গাঙ্গুলি। তিনি বলেন, ‘‌গোটা বিশ্বজুড়ে ফ্র‌্যাঞ্চাইজি লিগের দাপট বাড়ছে। সারা পৃথিবীতে ক্রিকেটের চিত্রটা পাল্টে যাচ্ছে। এই ফ্র‌্যাঞ্চাইজি লিগ থেকেই অভিষেক, শাহবাজ, রিচা, মুকেশরা উঠে এসছে। আমি আশাবাদী, এই লিগ টি২০ ক্রিকেটে আমূল পরিবর্তন করবে। ক্লাব ক্রিকেট যারা খেলছে তাদের সামনে সুযোগ, নিজেদের প্রতিভা সারা দেশের সামনে তু‌লে ধরার।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!