- মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ৩, ২০২৩
আবার ক্রিকেট মাঠে ফিরছেন সৌরভ, দেখা যাবে দিল্লি ক্যাপিটালসের গুরুত্বপূর্ণ ভূমিকায়

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের পদ থেকে সরে যাওয়ার পর সৌরভ গাঙ্গুলির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। কী করবেন, তা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছিল। ক্রিকেট প্রশাসনেই থাকবেন, না আবার ক্রিকেটের সঙ্গে সরাসরিভাবে যুক্ত হবেন, এই নিয়ে নানা জল্পনা শুরু হয়েছিল। অবশেষে আবার ক্রিকেটে ফিরতে চলেছেন সৌরভ গাঙ্গুলি। আইপিএলে তাঁকে এবার নতুন ভূমিকায় দেখা যাবে।
এক সময় দিল্লি ক্যাপিটালসের মেন্টরের ভূমিকায পালন করেছিলেন সৌরভ। হেড কোচ রিকি পন্টিংয়ের সঙ্গেও কাজ করেছিলেন। কিন্তু ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পর ২০১৯ সালে তিনি দিল্লি ক্যাপিটালসের সেই দায়িত্ব ছেড়ে দিতে বাধ্য হন। এখন আর তিনি ক্রিকেট প্রশাসনে নেই। ফলে নতুন করে তার আইপিএল ফ্রাঞ্চাইজির সঙ্গে যুক্ত হওয়ার কোনও অসুবিধা নেই। তিনি আবার দিল্লি ক্যাপিটালসের বড় দায়িত্বে ফিরে আসছেন। দিল্লি ক্যাপিটালসের সব দলের মাথায় বসছেন সৌরভ গাঙ্গুলি।
দিল্লি ক্যাপিটালসের এক কর্তা জানিয়েছেন, “এবছর থেকেই সৌরভ দিল্লি ক্যাপিটালসহ সব দলের দায়িত্ব নিচ্ছেন। এই ব্যাপারে সৌরভ গাঙ্গুলির সঙ্গে সমস্ত চুক্তি হয়ে গেছে। আইপিএলের পাশাপাশি সংযুক্ত আরব আমির শাহিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি ক্রিকেট লিগ ও দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি ক্রিকেট লিগে দিল্লির দলের সমস্ত কিছু দেখাশোনা করবেন সৌরভ। সংযুক্ত আরব আমির শাহিতে টি-টোয়েন্টি ক্রিকেট লিগে দুবাই ক্যাপিটালস এবং দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি ক্রিকেট লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের মালিকানা দিল্লির জিন্দাল গোষ্ঠীর।
❤ Support Us