- প্রচ্ছদ রচনা
- মে ৭, ২০২২
শাহর সঙ্গে নৈশভোজের পরদিনই এক মঞ্চে সৌরভ-ফিরহাদ !
বললেন, মুখ্যমন্ত্রী আমার কাছের মানুষ!

শুক্রবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নৈশভোজ সেরেছিলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রীর সঙ্গে একাধিক বিজেপি নেতাও উপস্থিত ছিলেন সৌরভের বাড়িতে । যা নিয়ে তুঙ্গে ওঠে রাজনৈতিক তরজা। জোড়াল হয় সৌরভের রাজনীতিতে যোগের জল্পনা। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই একেবারে উলটো ছবি চোখে পড়ল। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে একই সঙ্গে দেখা গেল ভারতীয় বোর্ড প্রেসিডেন্টকে।
রাজনীতির আঙিনায় কি পা রাখবেন সৌরভ গঙ্গোপাধ্যায় ? এমন প্রশ্ন একুশের বিধানসভা ভোটের আগে থেকেই ঘুরপাক খাচ্ছে। কিন্তু এখনও সরাসরি রাজনীতিতে যোগ দেননি তিনি। তবে অমিত শাহ নিজে সৌরভের বাড়িতে নৈশভোজের ইচ্ছাপ্রকাশ করার পর সেই জল্পনা নতুন করে উসকে যায়। তবে শনিবার ফিরহাদের সঙ্গে এক মঞ্চে সৌরভের উপস্থিতি যেন সেই জল্পনাতে জল ঢালার সমান । রাজনৈতিক মহলের একাংশের দাবি সৌরভ গঙ্গোপাধ্যায় ভারসাম্য রক্ষার কৌশল জানেন ।
আজ বিশিষ্ট চিকিৎসক সরোজ মণ্ডলের এক বেসরকারি হাসপাতালের উদ্বোধনে সস্ত্রীক হাজির হয়েছিলেন সৌরভ। একই মঞ্চে ছিলেন মেয়র ফিরহাদও। মঞ্চে সৌরভের গলায় মেয়রের প্রশংসাও শোনা গেল। ফিরহাদকে কার্যত উদার সার্টিফিকেটই দিলেন তিনি। মমতার প্রসঙ্গ টেনেও সৌরভ বললেন , ‘মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছের মানুষ।’
আসলে হাসপাতাল তৈরির সময় জমি নিয়ে কিছু সমস্যা তৈরি হয়েছিল। তখন তিনি মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন সৌরভ । রাজ্যের তরফে সব রকমের সাহায্য মিলেছে। সেই সঙ্গে সৌরভ বলেন, মন্ত্রী ববির কাছে মানুষ সাহায্যের জন্য গিয়ে নিরাশ হন না। সবসময়ই এগিয়ে আসেন ফিরহাদ । সে কথাই উল্লেখ করেন সৌরভ। সেই সঙ্গে চিকিৎসক সরোজ মণ্ডলকে আগামী দিনের জন্য শুভেচ্ছাও জানান। তবে রাজনীতি প্রসঙ্গে একটি শব্দও খরচ করেননি তিনি।
সৌরভপত্নী ডোনা গঙ্গোপাধ্যায়কে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলে দেন, ‘ দিদি তো অবশ্যই আমাদের কাছের। নৈশভোজে শাহের সঙ্গে রাজনীতি নিয়ে কোনও আলোচনা হয়নি। সৌরভ গঙ্গোপাধ্যায় আবার শাহর সঙ্গে নিজের সাক্ষাৎকে নেহাতই সৌজন্যমূলক বলে ব্যাখ্যা করেছিলেন ।
❤ Support Us