শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
এখনও পুরোপুরি ফিট নন। প্র্যাকটিসও শুরু করেননি। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলছে ঋষভ পন্থের। সামনের মরশুমে আইপিএলে কি খেলতে পারবেন ভারতীয় দলের এই উইকেটকিপার–ব্যাটার? আশাবাদী দিল্লি ক্যাপিটালসের পরামর্শদাতা সৌরভ গাঙ্গুলি। সৌরভের আশা, আইপিএলের আগেই পুরোপুরি ফিট হয়ে যাবেন ঋষভ পন্থ।
সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে চারদিনের শিবির আয়োজন করেছিল দিল্লি ক্যাপিটালস। শিবিরে এসেছিলেন ঋষভ। অনুশীলন না করলেও তিন দিন তিনি শিবিরে হাজির ছিলেন। যদিও শিবিরের চতুর্থ দিনে তিনি আসেননি। বাড়ি ফিরে গেছেন। আবার তিনি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে হাজির হবেন রিহ্যাবের জন্য। আইপিএলের আগেই নিজেকে পুরোপুরি তৈরি করে নিতে চান ভারতীয় দলের এই উইকেটকিপার–ব্যাটার।
ঋষভ পন্থের প্রসঙ্গে সৌরভ গাঙ্গুলি বলেন, ‘আশা করছি আইপিএলের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবে। ঋষভ পন্থ। আমরা সেদিকেই তাকিয়ে রয়েছি। আইপিএলের আগে যদি ঋষভ ফিট হয়ে ওঠে, আমাদের দলের পক্ষেই মঙ্গল।’ তবে চলতি মরশুমে ঘরোয়া ক্রিকেটে মাঠে নামতে পারবেন কিনা ঋষভ, সে প্রসঙ্গে কোনও নিশ্চয়তা দিতে পারেননি সৌরভ গাঙ্গুলি। তিনি বলেন, ‘এখনই ঋষভের পক্ষে ঘরোয়া ক্রিকেটে মাঠে নামা অসম্ভব। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে ওর কিছুটা সময় লাগবে। ঋষভের সঙ্গে কথা হয়েছে। সামনের মরশুমে আইপিএলে আমাদের হয়ে খেলবে। আশা করছি ও দ্রুত ফিট হয়ে যাবে।’
শনিবার শিবিরের শেষ দিনে বোলারদের ভুল–ত্রুটি শুধরে দেন সৌরভ গাঙ্গুলি। খলিল আমেদকে নিয়ে দীর্ঘক্ষণ পড়েছিলেন। এটা দিল্লি ক্যাপিটালসের তৃতীয় শিবির। আইপিএলের আগে আরও কয়েকটি শিবির হবে। এভাবেই দলকে তৈরি করে নিতে চান সৌরভ গাঙ্গুলি। তবে তাঁর নজর ডিসেম্বরে নিলামের দিকে।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34