- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ২১, ২০২৩
এক সঙ্গে ত্রিপুরা ও বাংলার মুখ সৌরভ। ক্রিকেটের দাদাগিরি এবার রাজনীতির ময়দানে
ভারতের অধিনায়ক হিসাবে দাপটে দলকে নেতৃত্ব দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁকে নিয়ে রাজনৈতিক নেতাদের কম টানাটানি হয়নি। বাম, তৃণমূল,বিজেপি সবাই তাঁকে দলে পেতে চেষ্টা করেছেন। এরই মধ্যে ত্রিপুরার বিজেপি সরকারের পর্যটনের ব্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন সৌরভ। মঙ্গলবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে সৌরভ গঙ্গোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের ব্রান্ড অ্যাম্বাসাডর করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চেই সৌরভকে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার নিয়োগ পত্র দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার থেকে তাহলে সৌরভ গঙ্গোপাধ্যায় এক হাতে বিজেপির ত্রিপুরা রাজ্য অন্য হাতে তৃণমূলের পশ্চিমবঙ্গের হয়ে প্রচার চালাবেন।
গত ২৩ মে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা খুব গর্বিত ভাবে ঘোষণা করেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ত্রিপুরার পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন। এই ঘটনার ছ’মাস হওয়ার দু’দিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ব্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন হলে আয়োজিত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন মঞ্চ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার নিয়োগ পত্র হাতে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে বললেন, সৌরভ, না বলা যাবে না।
সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক, সিএবির প্রাক্তন সভাপতি, বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতির পদ সামলেছেন। এবার তিনি পরস্পর বিরোধী দুই রাজনৈতিক দল পরিচালিত ত্রিপুরার বিজেপি সরকার ও পচিমবঙ্গের তৃণমূল সরকারের মুখ হয়ে দুই রাজ্য সরকারের হয়ে প্রচার চালাবেন। তবে বিজেপি শাসিত ত্রিপুরা সরকার ও তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গ সরকারের হয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় একসঙ্গে কি করে কাজ করবেন সেটাই এখন দেখার।
❤ Support Us