- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- জানুয়ারি ২৫, ২০২৩
বায়োপিকের চিত্রনাট্য পড়ে দেখবেন সুরভিত সৌরভ

নিজের বায়োপিকের চিত্রনাট্য পড়তে মুম্বাই উড়ে গেলেন সৌরভ গাঙ্গুলি। তাঁর ভূমিকায় অভিনয় করবেন কে? কাপুর পরিবারের রণবীর। বালক বয়সের মহারাজ, সেণ্ট জেভিয়ার্সের ছাত্র সৌরভকে ছুঁয়ে ভারতীয় ক্রিকেটের অন্যতম বেতাজ বাদশার জীবনকে পর্দায় ফুটিয়ে তোলার উষ্ণ প্রস্তুতি শুরু হয়ে গেছে। অবিলম্বে শ্যুটিং আরম্ভ হবে। সম্ভাব্য বায়োপিকের প্রযোজক লাভ ফিল্মস। পরিচালক কে নাম এখনও অব্যক্ত। সৌরভের জীবন বৃত্তান্ত পর্দায় দেখবার জন্য আগ্রহ ব্যাপক। প্রধানত দুই বাংলায়। দ্বিতীয়ত ভারত আর পাকিস্তানে। উপমহাদেশের ক্রিকেট বিশ্বে জনপ্রিয়তা তাঁর অতুলনীয়। বিদেশেও চিত্তজয়ী তাঁর ক্রীড়া কৌশল আর ব্যক্তিত্ব। বিনয়ী, বুদ্ধিদীপ্ত সৌরভে আসক্তি সকলের। সুরভিত, সংযত মহারাজের প্রতিষ্পর্ধী অভিমুখ। খেলার সঙ্গে খেলে যাওয়াটাই তাঁর ঝকঝকে যাপনের মাধুর্য।
❤ Support Us