- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ৩১, ২০২৪
ভারতের পর দক্ষিণ আফ্রিকার কাছেও হোয়াইটওয়াশ বাংলাদেশ

পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে দেশবাসীকে স্বপ্ন দেখিয়েছিলেন নাজমুল হোসেন শান্তরা। অনেকেই ভেবেছিলেন বাংলাদেশের ক্রিকেট হয়তো বদলে গেছে। কাঁটাতারের বেড়া ডিঙিয়ে এপারে খেলতে এসে ভারতের কাছে ২–০ ব্যবধানে সিরিজ হার। তবুও বাংলাদেশী ক্রিকেটপ্রেমীরা ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ নিয়ে স্বপ্ন দেখেছিলেন। দক্ষিণ আফ্রিকার কাছে ঘরের মাঠেও পর্যুদস্ত বেঙ্গল টাইগাররা। দ্বিতীয় টেস্টে ইনিংস ও ২৭৩ রানের বিশাল ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে ২–০ ব্যবধানে সিরিজ জিতে নিল দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ ক্রিকেট যে বদলায়নি, প্রমাণিত। ভারতের পর দক্ষিণ আফ্রিকার কাছেও হোয়াইটওয়াশ।
প্রথম ইনিংসে ৫৭৫/৬ রান তুলে ইনিংস সমাপ্তি ঘোষণা করেছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে তুলেছিল ৩৮। আউট হয়েছিলেন শাদমান ইসলাম (০), জাকির হোসেন (২), মাহমুদুল হাসান (১০), হাসান মাহমুদ (৩)। ক্রিজে ছিলেন মোমিনুল হক (৬) ও অধিনায়ক নাজমুল হোসেন (৪)। আগের দিনের সঙ্গে মাত্র ৫ রান যোগ করে আউট হন নাজমুল। এরপরই ধস নামে বাংলাদেশ ইনিংসে। ৪৮ রানের মধ্যে ৮ উইকেট হারায়।
একটা সময় মনে হচ্ছিল সেঞ্চুরির গন্ডি টপকাতে পারবে না বাংলাদেশ। নবম উইকেটের জুটিতে ১০৩ রান তুলে কিছুটা মান বাঁচান মোমিনুল হক ও তাইজুল ইসলাম। ৮২ রান করে আউট হন মোমিনুল। শেষ ব্যাটার হিসেবে আউট হন তাইজুল (৩০)। ১৫৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। কাগিসো রাবাদা ৩৭ রানে ৫ উইকেট নেন। ২টি করে উইকেট নেন ডেন প্যাটারসন ও কেশব মহারাজ।
প্রথম ইড়িংসে ৪১৬ রানের বিশাল ব্যবধানে পিছিয়ে থাকে বাংলাদেশ। ফলো অন করতে নেমে দ্বিতীয় ইনিংসেও বিপর্যয় বাংলাদেশের। দুই প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ ও সেনুরান মুথুস্বামীকে সামলাতে হিমসিম খেতে হয় নাজমুল হোসেনদের। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ১৪৩ রানে গুটিয়ে যায়। সর্বোচ্চ রান আসে বোলার হাসান মাহমুদের (অপরাজিত ৩৮) ব্যাট থেকে। অধিনায়ক নাজমুল হোসেন করেন ৩৬। মহিদুল ইসলাম করেন ২৯। ৫৯ রানে ৫ উইকেট নেন কেশব মহারাজ। ৪৫ রানে ৪ উইকেট সেনুরান মুথুস্বামীর।
❤ Support Us