- মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ১১, ২০২৪
পাকিস্তানকে ১১ রানে হারিয়ে টি২০ সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা

আইপিএলের নিলামে খুব বেশি দর না পেলে কী হবে, যেদিন নিজের ছন্দে থাকেন ‘কিলার’ হয়ে ওঠেন ডেভিড মিলার। পাকিস্তানের বোলাররা হাড়ে হাড়ে টের পেলেন। মিলারের তাণ্ডবে খড়কুটোর মতো উড়ে গেলেন পাক বোলাররা। পাকিস্তানকে প্রথম টি২০ ম্যাচে ১১ রানে হারিয়ে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে দলের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন ডেভিড মিলার। বল হাতে পাকিস্তানকে ভাঙেন জর্জ লিন্ডে।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। শুরুতেই দাপট পাকিস্তানী জোরে বোলারদের। তৃতীয় বলেই ভ্যান ডার ডুসেনকে (০) তুলে নিয়ে প্রোটিয়াদের প্রথম ধাক্কা দিয়েছিলেন শাহিন আফ্রিদি। পরের ওভারেই ম্যাথু ব্রিৎজেকে (৫ বলে ৮) তুলে নেন আবরার আহমেদ। চতুর্থ ওভারে আবার ধাক্কা আবরারের। ফেরান রেজা হেনড্রিকসকে (৯ বলে ৮)। ২৮ রানের মধ্যেই ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর হেনরিক ক্লাসেনের সঙ্গে ৪৩ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন ডেভিড মিলার।
পরপর উইকেট হারালেও ডেভিড মিলার কিন্তু নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গীতেই ব্যাট করতে থাকেন। ক্লাসেনের (১২ বলে ১৩) পর ডোনোভান ফেরেইরাও (৬ বলে ৭) আউট হলেও মিলারের ঝড় থামেনি। শেষ পর্যন্ত ৪০ বলে ৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলে তিনি আউট হন। মিলার যখন আউট হন দক্ষিণ আফ্রিকার রান ৬ উইকেটে ১৩৬। মিলারের ব্যাট থেকে আসে ৪টি ৪ ও ৮টি ৬। শেষ দিকে ঝড় তুলে দলকে ১৮৩/৯ রানে পৌঁছে দেন ৩ বছর পর দলে ফেরা জর্জ লিন্ডে। ২৪ বলে ৪৮ রান করে ইনিংসের শেষ বলে তিনি আউট হন। পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি ২২ রানে ও আবরার আহমেদ ৩৭ রানে ৩টি করে উইকেট নেন।
জয়ের জন্য ১৮৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের শুরুটাও ভালো হয়নি। তৃতীয় ওভারে আউট হন বাবার আজম (০) রানে। এরপর দুর্দান্ত ফর্মে থাকা সাইম আয়ুব ঝড় তোলেন। ১৫ বলে ৩১ রান করে তিনি আউট হন। অন্যপ্রান্তে অধিনায়ক মহম্মদ রিজওয়ান মন্থর ব্যাটিং করছিলেন। প্রথম ৪০ বলে করেন ৩৩ রান। রিজওয়ানের মন্থর ব্যাটিং পাকিস্তানের অন্য ব্যাটারদের ওপর চাপ বাড়ায়। দ্রুত রান তুলতে গিয়ে আউট হন উসমান খান (৮ বলে ৯), তৈয়ব তাহির (১৮ বলে ১৮), শাহিন আফ্রিদা (৬ বলে ৯), ইরফান খানরা (২ বলে ১)।
শেষদিক রিজওয়ান আক্রমণাত্মক হয়ে ওঠেন। ১৮তম ওভারে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন জর্জ লিন্ডে। শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ১৯ রান। দ্বিতীয় বলে রিজওয়ানকে তুলে নিয়ে পাকিস্তানের জয়ের আশা শেষ করে দেন মাফাকা। ৬২ বলে ৭২ রান করে আউট হন রিজওয়ান। ২০ ওভারে পাকিস্তান তোলে ১৭২/৮। দুরন্ত বোলিং করে ২১ রানে ৪ উইকেট তুলে নেন জর্জ লিন্ডে। তিনিই ম্যাচের সেরা।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৮৩/৯ (মিলার ৮২, লিন্ডে ৪৮, আফ্রিদি ৩/২২, আবরার ৩/৩৭)। পাকিস্তান: ২০ ওভারে ১৭২/৮ (রিজওয়ান ৭৪, আয়ুব ৩১, লিন্ডে ৪/২১, মাফাকা ২/৩৯)।
দক্ষিণ আফ্রিকা ১১ রানে জয়ী।
ম্যাচের সেরা জর্জ লিন্ডে।
❤ Support Us