- মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ১৫, ২০২৩
সিংহাসন চ্যুত সিরাজ, শীর্ষে মহারাজ
আজ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে নামছে ভারত। আর সেমিফাইনালে দেশের জার্সি গায়ে মাঠে নামার আগেই বড় ধাক্কা খেলেন মহম্মদ সিরাজ। একদিনের ক্রিকেটে বিশ্বের এক নম্বর বোলারের তকমা হারালেন ভারতের এই জোরে বোলার। যদিও ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন শুভমান গিল।
আগের সপ্তাহেই জশ হ্যাজেলউডকে সরিয়ে একদিনের ক্রিকেটে বিশ্বের এক নম্বর বোলারের তকমা পেয়েছিলেন মহম্মদ সিরাজ। আর এক সপ্তাহের মধ্যেই তাঁকে সিংহাসনচ্যুত করে দিলেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ। মহম্মদ সিরাজকে সরিয়ে তিনি শীর্ষে উঠে এসেছেন। শেষ তিন ম্যাচে ৭ উইকেট তুলে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই স্পিনার। আর এই পারফরমেন্সের জেরেই তিনি বিশ্বের এক নম্বর বোলার হয়ে গেছেন। অন্যদিকে শেষ তিন ম্যাচে মহম্মদ সিরাজের ঝুলিতে এসেছে ৬ উইকেট। শীর্ষে থাকা কেশব মহারাজের রেটিং পয়েন্ট ৭২৬। তবে মহম্মদ সিরাজের থেকে তিনি খুব বেশি এগিয়ে নেই। সিরাজের রেটিং পয়েন্ট ৭২৩। মহম্মদ সিরাজ সিংহাসনচ্যুত হলেও ভারতের অন্য দুই বোলার যশপ্রীত বুমরা এবং কুলদীপ যাদব অবশ্য উঠে এসেছেন। বুমরা রয়েছেন চার নম্বরে আর কুলদীপ যাদব রয়েছেন সাতে। সিরাজ বুমরা এবং কুলদীপ ছাড়া আর কোনও ভারতীয় বোলার প্রথম দশে নেই। মহম্মদ সামি রয়েছেন ১২ নম্বরে। আর তালিকায় ১৯ নম্বরে রয়েছেন রবীন্দ্র জাদেজা।
ব্যাটারদের তালিকায় শুভমান গিল অবশ্য সিংহাসন ধরে রেখেছেন। ৮৩২ রেটিং পয়েন্ট নিয়ে তিনি শীর্ষেই রয়েছেন। আর তার থেকেই ৮ পয়েন্ট পিছনে বাবর আজম রয়েছেন দ্বিতীয় স্থানে। তাঁর রেটিং পয়েন্ট ৮২৪ ল। তিন নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডিকক। তাঁর রেটিং পয়েন্ট ৭৭৩। আর ৭৭২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন বিরাট কোহলি। ৫ নম্বরে রয়েছেন রোহিত শর্মা। তাঁর রেটিং পয়েন্ট ৭৬০। ভারতীয়দের মধ্যে শ্রেয়স আয়ার ১৩ নম্বরে উঠে এসেছেন। আর লোকেশ রাহুল রয়েছেন ১৭ নম্বরে।
❤ Support Us