Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ৭, ২০২৩

‌দক্ষিণ আফ্রিকার বিশ্বরেকর্ডের সামনেও দুরন্ত লড়াই শ্রীলঙ্কার

আরম্ভ ওয়েব ডেস্ক
‌দক্ষিণ আফ্রিকার বিশ্বরেকর্ডের সামনেও দুরন্ত লড়াই শ্রীলঙ্কার

বিশ্বকাপে ‘‌চোকার্স’‌ তকমা ভালভাবেই সেঁটে গেছে দক্ষিণ আফ্রিকার। ভাল দল নিয়ে অতীতে বহুবার ব্যর্থ হয়েছে। তাই এবছর আর সেভাবে প্রোটিয়াদের ফেবারিটের তালিকায় রাখেননি বিশেষজ্ঞরা। কিন্তু প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে যেভাবে হারাল, বিশেষজ্ঞরা মত বদলালে অবাক হওয়ার কিছু থাকবে না। ‘‌দ্য লায়নস’‌দের ১০২ রানে হারিয়ে দুর্দান্তভাবে বিশ্বকাপ অভিযান শুরু করল প্রোটিয়ারা। তবে ‌দক্ষিণ আফ্রিকার বিশ্বরেকর্ডের সামনেও দুরন্ত লড়াই শ্রীলঙ্কার।
এদিন আজ টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠিয়েছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় ওভারেই ফিরে যান অধিনায়ক তেম্বা বাভুমা (‌৮)‌। দক্ষিণ আফ্রিকার রান তখন ১০। এরপর শ্রীলঙ্কার বোলারদের আর কোনও সুযোগ দেননি কুইন্টন ডিকক ও রাসি ভ্যান ডার সার। দ্বিতীয় উইকেটের জুটিতে দুজনে তোলেন ২০৪ রান। ২১৪ রানের মাথায় ডিকককে তুলে নিয়ে জুটি ভাঙেন মাথেশা পাথিরানা। ততক্ষণে সেঞ্চুরি পূর্ণ করে ফেলেছেন ডিকক। ১২টি ৪ ও ২টি ৬–এর সাহায্যে ৮৪ বলে ১০০ রান করেন তিনি।
৩৮ ওভারের মাথায় আউট হন ভ্যান ডার ডুসেন। ১৩টি ৪ ও ২টি ৬–এর সাহায্যে ১১০ বলে ১০৮ রান করেন তিনি। ডুসেন আউট হওয়ার পর ঝড় তোলেন এইডেন মার্করাম। ৪৯ বলে সেঞ্চুরি করে বিশ্বকাপে দ্রুততম ১০০ রানের রেকর্ড গড়েন। শেষ পর্যন্ত তিনি ৫৪ বলে ১০৬ রান করে দিলশান মধুশঙ্কার বলে আউট হবে। মারেন ১৪টি ৪ ও ৩টি ৬। মার্করাম আউট হওয়ার আগেই ফিরে যান হেনরিখ ক্লাসেন (‌২০ বলে ৩২)‌। ২১ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন ডেভিড মিলার। ৭ বলে অপরাজিত ১২ রান করেন মার্কো জানসেন। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৫ উইকেটে ৪২৮ রান তোলে দক্ষিণ আফ্রিকা। যা বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার। ২০১৫ সালে পার্থে আফগানিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়া তুলেছিল ৪১৭/‌৭।
জয়ের জন্য সামনে ৪২৯ রানের পাহাড়প্রমাণ টার্গেট। যে কোনও দলই কেঁপে যাবে। আর এই শ্রীলঙ্কা তো কোন ছাড়। দ্বিতীয় ওভারে পাথুম নিসাঙ্কা ফিরে গেলেও লড়াই জারি রেখেছিলেন কুশল মেন্ডিস। একপ্রান্তে ঝড় তুলেছিলেন। অন্যপ্রান্ত ধরে রেখেছিলেন কুশল পেরেরা (৫)‌। কুশল মেন্ডিস (‌৪২ বলে ৭৬)‌ আউট হওয়ার পর লড়াই করেন চরিথ আসালঙ্কা (‌৬৫ বলে ৭৯)‌, দাসুন শনাকা (‌৬২ বলে ৬৮)‌ ও কাসুন রাজিথা (‌৩১ বলে ৩৩)‌। যদিও তা যথেষ্ট ছিল না। ৪৪.‌৫ ওভারে ৩২৬ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!