Advertisement
  • দে । শ
  • মে ২১, ২০২৪

পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার অপসারিত । স্থলাভিষিক্ত কে, জানায়নি কমিশন

অপসারণের কারণ কী? নগদ টাকাসহ ধৃত অগ্নিমিত্রার 'ঘনিষ্ঠ'?

আরম্ভ ওয়েব ডেস্ক
পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার অপসারিত । স্থলাভিষিক্ত কে, জানায়নি কমিশন

ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনের মুহূর্তে  রাজ্য পুলিশে রদবদল অব্যাহত নির্বাচন কমিশনের। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকারকে সরিয়ে দিল তারা। এই বিষয়ে গত সোমবার তারা একটি বিজ্ঞপ্তি জারি করে। জেলার নতুন পুলিশ সুপার কে হবেন জানা যায়নি।
কমিশনের বিজ্ঞপ্তিতে  মুখ্যসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে , কমিশনের কাছে তিন জন অফিসারের নামের তালিকা আজ পাঠাতে হবে। ষষ্ঠ দফার ভোটের আগে এস পি বদলের ঘটনা রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ।

আগে পশ্চিম মেদিনীপুরের সুপারকে সরিয়ে দেওয়া নিয়ে সোচ্চার হয়েছে শাসক দল তৃণমূল। রবিবার এই জেলায় একজন বিজেপি নেতার কাছে প্রচুর নগদ অর্থ বাজেয়াপ্ত করা হয়। অভিযোগ , ধৃত ব্যক্তি পশ্চিম মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের ঘনিষ্ঠ। টাকা উদ্ধারের ছবিটি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।  তিনি প্রশ্ন তুলেছেন, যেদিন বিজেপি নেতার থেকে টাকা উদ্ধার হল, সেদিনই জেলার এসপিকে সরিয়ে দেওয়ার পিছনে কোন উদ্দেশ্য কাজ করতে পারে? তৃণমূলের তরফ থেকেও তাদের এক্স হ্যান্ডেলে ওই ছবি পোস্ট করে প্রতিবাদ জানানো হয়েছে।

এর আগে রাজ্য পুলিশের ডিজি থেকে শুরু করে একাধিক পুলিশ আধিকারিকও জেলাশাসঅকে বদলি করেছে কমিশন। রবিবারই সরানো হয়েছে পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে। ভূপতিনগর, পটাশপুরের ওসি এবং কাঁথির মহকুমা পুলিশের একজন আধিকারিক দিবাকর দাসকে অন্যত্র সরিয়ে হয়।   পুরুলিয়ার পুলিশ সুপার হিসেবে নিযুক্ত হয়েছেন আইপিএস আশিস মৌর্য্য।  কাঁথির এসডিপিও হিসেবে এসেছেন আজহারউদ্দিন খান। কমিশনের নির্দেশ মোতাবেক ‘অপসারিত’ অফিসারেরা ভোট সংক্রান্ত কোনো কাজে নিযুক্ত থাকতে পারবেন না ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!