Advertisement
  • স | হ | জ | পা | ঠ
  • জুন ৭, ২০২৪

ভারত মহাসাগরে সফল অবতরণ ইলন মাস্কের স্টারশিপের

আরম্ভ ওয়েব ডেস্ক
ভারত মহাসাগরে সফল অবতরণ ইলন মাস্কের স্টারশিপের

প্রথম তিনটি প্রয়াস ব্যর্থ হয়েছিল। তবুও ভেঙে পড়েনি। বরং প্রয়াস সফল করতে নতুন উদ্যোমে ঝাঁপিয়ে পড়েছিল। অবশেষে স্বপ্নপূরণ স্পেসএক্সের। ইলন মাস্কের মালিকানাধীন রকেট কোম্পানি স্পেসএক্স, বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী রকেট স্টারশিপের সফল উৎক্ষেপনের পর তা যাত্রা সম্পন্ন করে আবার পৃথিবীতে ফিরে এসেছে।

টেক্সাসের বোকাচিকাতে কোম্পানির নিজস্ব লঞ্চপ্যাড স্টারবেস থেকে সকাল ৭.‌৫০ মিনিটে রকেটটি উৎক্ষেপন করা হয়েছিল। ১২১ মিটার (৪০০ ফুট) লম্বা রকেটটি প্রায় ২১১ কিলোমিটার (১৩০ মাইল) উচ্চতায় পৌঁছনোর পর সমুদ্রে অবতরণ করে। উৎক্ষেপনের পর এই রকেটের গতি ছিল ঘন্টায় ২৬ হাজার কিমি। তবে একেবারেই যে নির্বিঘ্নে অবতরণ হয়েছে, একথা বলা যাবে না। লাইভ সম্প্রচারে দেখা গেছে যে, অবতরণের সময় তীব্র উত্তাপের পলে মহাকাশযানের কিছু অংশ ভেঙে যায় এবং উড়ন্ত ধ্বংসাবশেষের একটি অংশ ক্যামেরার লেন্সে ফাটল ধরায়।

বুস্টারটি রকেটের মূল অংশ থেকে আলাদা হয়ে সমুদ্রপৃষ্ঠে নেমেছে। নিজের যাত্রা অব্যাহত রেখে স্টারশিপ পৃথিবীর অর্ধেক অংশ প্রদক্ষিণ শেষে ভারত মহাসাগরে অবতরণ করে।রকেটটি পৃথিবী প্রদক্ষিণ করে জলে পড়ার মাধ্যমে একটি ‘ল্যান্ডিং বার্ন’ সম্পন্ন করেছে। ল্যান্ডিং বার্ন হল রকেট ইঞ্জিনের নিয়ন্ত্রিত, টেকসই ফায়ারিং, যা রকেটের গতি কমাতে ও এর নিরাপদ অবতরণের নির্দেশনা দেওয়ার জন্য ব্যবহার করা হয়। রকেটের অবতরণ নিয়ন্ত্রণ করতে গিয়ে একটা ডানা ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্পেসএক্সের মালিক ইলন মাস্ক তাঁর দলের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। এক্স–এ তিনি লেখেন, ‘‌অভূতপূর্ব সাফল্য অর্জনের জন্য স্পেসএক্স দলকে অভিনন্দন। মানবসভ্যতার ভবিষ্যতের জন্য আজ একটা মহান দিন। রকেটের একটি ডানা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি এর বেশ কিছু অংশ হারিয়ে ফেলার পরও স্টারশিপ সমুদ্রপৃষ্ঠে সফলভাবে ‘সফট ল্যান্ডিং’ করতে পেরেছে!’‌

২০২৩ সালের এপ্রিলে স্টারশিপের প্রথম উৎক্ষেপণটি ভূমি থেকে প্রায় ৪০ কিমি (২৫ মাইল) ওপরে উঠার কয়েক মিনিট পরে বিস্ফোরিত হয়। নভেম্বরে এর দ্বিতীয় প্রচেষ্টা মহাকাশে পৌঁছানোর পরে বিস্ফোরিত হয়। মার্চ মাসে রকেটের তৃতীয় পরীক্ষামূলক ফ্লাইট এটিকে অনেক দূরে নিয়ে গিয়েছিল। কিন্তু ভারত মহাসাগরের ওপরে প্রায় ৬৪ কিমি (৪০ মাইল) বায়ুমণ্ডলীয় পুনঃপ্রবেশের সময় ভেঙে যায়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!