Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ২৩, ২০২২

দুরন্ত তরুণ ব্রিগেড, কোস্টারিকাকে ৭ গোলে উড়িয়ে যাত্রা শুরু করল স্পেন

আরম্ভ ওয়েব ডেস্ক
দুরন্ত তরুণ ব্রিগেড, কোস্টারিকাকে ৭ গোলে উড়িয়ে যাত্রা শুরু করল স্পেন

২০১৪ ব্রাজিল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল স্পেনকে।  রাশিয়া বিশ্বকাপে গ্রুপ লিগের বাধাই টপকাতে পারেনি। আগের দু’বারের অভিশাপ কাটাতে তারা যে তৈরি, কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই বুঝিয়ে দিল স্পেন। কোস্টারিকাকে ৭–০ ব্যবধানে উড়িয়ে ফেবারিটের মতোই শুরু করল লুই এনরিকের দল। গোটা ম্যাচে দারুণ আধিপত্য দেখাল স্পেনের তরুণ ব্রিগেড।

সার্জিও রামোস, জেরার্ড পিকে, আন্দ্রে ইনিয়েস্তা এবং ডেভিড সিলভার মতো অভিজ্ঞ ফুটবলাররা বিদায় নিয়েছেন। পেদ্রি, আনসু ফাতি, নিকো উইলিয়ামস, গাভিদের মতো তরুণ ফুটবলারদের ওপর ভরসা করেছিলেন স্পেনের কোচ লুই এনরিকে। প্রথম ম্যাচে হতাশ করেননি তরুণ ফুটবলাররা। বরং প্রত্যাশার থেকে বেশিই দিলেন এনরিকেকে।

স্পেনের ফুটবলের ঐতিহ্য হল ছোট ছোট পাশে বিপক্ষের বক্সে আক্রমণ তুলে নিয়ে আসা। ম্যাচের শুরু থেকেই চিরাচরিত সেই ছোট ছোট পাসে খেলতে শুরু করে স্পেন। ম্যাচের ৫ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল। পেদ্রির ক্রস থেকে উড়ন্ত বলে ভলি নিয়েছেলেন দানি ওলমো। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৯ মিনিটে আবার সুযোগ এসেছিল স্পোনের সামনে। আসেনসিও–র শট বার ছুঁয়ে বেরিয়ে যায়

১৩ মিনিটে এগিয়ে যায় স্পেন। মাঝমাঠ থেকে লম্বা বল বাড়িয়ে ছিলেন গাভি। ডি–বক্সের মধ্যে সেই বল ধরে দুরন্ত শটে জালে জড়ান ওলমো। বিশ্বকাপে স্পেনের শততম গোল। ২১ মিনিটে ২–০ করেন মার্কো আসেনসিও। বাঁদিক থেকে জর্ডি আলবার সেন্টারে জোরালো শটে তিনি গোল করেন। দু’‌গোলে এগিয়ে গিয়েও আরো আক্রমণের ধার বাড়ায় স্পেন। জর্ডি আলবাকে বক্সের মধ্যে ফাউল করলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। পেনাল্টি থেকে টোরেস ৩-০ করেন। প্রথমার্ধে বাকি সময় আক্রমণের চাপ থাকলেও আর গোল সংখ্যা বাড়াতে পারেনি স্পেন।
দ্বিতীয়ার্ধেও স্পেনের দাপট অব্যাহত থাকে। ৫৪ মিনিটে দলের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোল করেন ফেরান টোরেস। এরপরই তাঁকে তুলে নেন কোচ লুই এনরিকে। টোরেসের পরিবর্তে নামান আলভারো মোরাতাকে। তাঁর পাস থেকেই ম্যাচের ৭৪ মিনিটে ৫–০ করেন গাভি। বিশ্বকাপের ইতিহাসে স্পেনের সর্ব কনিষ্ট ফুটবলার হিসেবে গোলের খাতায় নাম লেখান। ৯০ মিনিটে ম্যাচের ইনজুরি সময়ের শুরুতেই মোরাতার পাস থেকে ৬–০ করেন কার্লোস সোলের। ২ মিনিট পরেই ৭–০ করেন মোরাতা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!