এবছর জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস। বিশেষ অলিম্পিক গেমসে অংশ নিতে ২৮০ সদস্যের ভারতীয় দল বার্লিন রওনা হয়েছে। এর মধ্যে প্রতিযোগীর সংখ্যা ১৯৮ জন। এবারের বিশেষ অলিম্পিকে ১৯০টি দেশের ৭ হাজারেরও বেশি ক্রীড়াবিদ অংশগ্রহণ করবেন।
১৭ জন বার্লিনে এই প্রতিযোগিতা শুরু হবে। চলবে ২৫ জুন পর্যন্ত। এই বিশেষ অলিম্পিকে ভারতীয় দলের অংশগ্রহনের জন্য কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক ৭.৭ কোটি টাকা অর্থ মঞ্জুর করেছে। আগে কখনও এত বিপুল পরিমান অর্থ বিশেষ অলিম্পিকের জন্য বরাদ্দ করেনি কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার পাশে দাঁড়ানোয় প্রতিযোগীরা দারুণ খুশি। দেশকে পদক এনে দেওয়ার ব্যাপারেও তাঁরা দারুণ আত্মবিশ্বাসী।
১৬টি বিভিন্ন বিভাগে ভারতীয় প্রতিযোগীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। সোমবার ভোরে বার্লিন রওনা হওয়ার আগে ভারতীয় ক্রীড়াবিদরা বিশেষ অলিম্পিকের প্রস্তুতির জন্য দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে প্রস্তুতিমূলক কোচিং ক্যাম্পেও অংশ নিয়েছিলেন। বার্লিন উড়ে যাওয়ার আগে কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর প্রতিযোগীদের সঙ্গে দেখা করেন।