Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ২৫, ২০২৪

‌চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত, তরজা শুরু দুই বোর্ডের

আরম্ভ ওয়েব ডেস্ক
‌চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত, তরজা শুরু দুই বোর্ডের

চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে আবার তরজা শুরু ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব পাকিস্তানের। ফেব্রুয়ারি–মার্চ মাসে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা। এশিয়া কাপের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতেও পাকিস্তানে খেলতে না যাওয়ার ইঙ্গিত দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যদিও সরকারিভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনও এব্যাপারে কিছু জানানো হয়নি।
সম্প্রতি ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন, তিনি ভারত–পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ চান। এই ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা সংবাদ মাধ্যমকে বলেন, ‘‌পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজের কথা ভুলে যান। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেও ভারত সম্ভবত পাকিস্তানে যাবে না। চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু বদল হতে পারে। অথবা এশিয়া কাপের মতো ভারত হাইব্রিড মডেলে খেলতে পারে।’‌
ভারতীয় ক্রিকেট বোর্ডের এই ধরণের মানসিকতা শুনে রীতিমতো ক্ষিপ্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের। বোর্ডের এক শীর্ষ কর্তা বলেছেন, ‘‌বোর্ড চেয়ারম্যান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসে তবেই পরবর্তীতে নিরপেক্ষ মাঠে ভারত–পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হতে পারে। ভারত যদি পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না আসে তাহলে ভবিষ্যতে দুই দেশের মধ্যে কোনও দ্বিপাক্ষিক সিরিজ হবে না। আমরা আইসিসি–র কাছে এই ব্যাপারে অভিযোগ জানাব।’‌
২০২৩ এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। ভারত পাকিস্তানে খেলতে যেতে রাজি না হওয়ায় হাইব্রিড মডেলে খেলা হয়েছিল। অন্য দলগুলি পাকিস্তানে খেললেও ভারতের ম্যাচগুলি শ্রীলঙ্কায় হয়েছিল। এশিয়া কাপ ছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রতিযোগিতা। যার প্রেসিডেন্ট ভারতের জয় শাহ। তিনি প্রভাব খাটিয়ে হাইব্রিড মডেল এনেছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু আইসিসি–র প্রতিযোগিতা। ফলে চ্যাম্পিয়নস ট্রফি হাইব্রিড মডেলে খেলা সহজ হবে না ভারতের কাছে। পাকিস্তান সর্বশেষ আইসিসি টুর্নামেন্ট আয়োজন করেছে ১৯৯৬ সালের বিশ্বকাপ। সেটাও আবার হয়েছিল ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার যৌথ উদ্যোগে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!