- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ১৮, ২০২৪
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন রবিচন্দ্রন অশ্বিন

দেশের জার্সি গায়ে আর খেলতে দেখা যাবে না রবিচন্দ্রন অশ্বিনকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন ভারতের এই বর্ষীয়ান স্পিনার। ব্রিসবেন টেস্টের শেষে রোহিত শর্মার সঙ্গে সাংবাদিক সম্মেলনে এসে অবসরের কথা জানান অশ্বিন। এই ঘোষণার সঙ্গে সঙ্গে ১৪ বছরের বর্ণময় ক্রিকেটজীবনের পরিসমাপ্তি ঘটল।
অস্ট্রেলিয়া সফরের শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন, ইঙ্গিতটা আগেই দিয়েছিলেন অশ্বিন। পার্থ টেস্টের পর অবসর নিতে চেয়েছিলেন। কথাটা কানে গিয়েছিল অধিনায়ক রোহিত শর্মার। গোলাপি বলে অশ্বিনের সাফল্যের কথা মাথায় রেখে তাঁকে এডিলেড টেস্টে খেলার অনুরোধ করেন রোহিত। অধিনায়কের অনুরোধ উপেক্ষা করতে পারেননি। তবে ব্রিসবেন টেস্টের পর নিজের আন্তর্জাতিক ক্রিকেটজীবন আর দীর্ঘায়িত করতে চাননি অশ্বিন। একটা সিরিজের মাঝপথে তাঁর অবসর নিয়ে অবশ্য প্রশ্ন উঠছে।
ব্রিসবেন টেস্টের পঞ্চম দিন বৃষ্টির জন্য যখন খেলা বন্ধ ছিল, সেই সময় টিভি ক্যামেরায় ধরা পড়ে গাব্বার ড্রেসিংরুমের ছবি। বিরাট কোহলির সঙ্গে একান্তে কথা বলছিলেন অশ্বিন। সেই সময় তাঁকে যথেষ্ট আবেগপ্রবন লাগছিল। কোহলি উঠে অশ্বিনকে আলিঙ্গন করেন। এরপর ম্যাচ শেষে রোহিতের সঙ্গে সাংবাদিক সম্মেলনে এসে অবসরের কথা জানান।
অশ্বিন এদিন সাংবাদিক সম্মেলনে এসে বলেন, ‘ভারতীয় দলের হয়ে সব ফরম্যাটে এটাই আমার শেষ দিন। এখনও আমার মধ্যে ক্রিকেট পুরোপুরি ফুরিয়ে যায়নি। তবে যা অবশিষ্ট রয়েছে তা ক্লাব পর্যায়ে মেলে ধরতে চাই। রোহিতসহ সতীর্থদের সঙ্গে অনেক স্মৃতি রইল। অনেক মজা করেছি। আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আজই শেষ দিন।’ ভারতীয় ক্রিকেট বোর্ডের পাশাপাশি কোচ, সতীর্থদের ধন্যবাদ জানান অশ্বিন। তিনি বলেন, ‘আমার বলে স্লিপে ক্যাচ ধরেছেন রোহিত, বিরাট, অজিঙ্কা, পুজারা। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।’ অস্ট্রেলিয়াকে সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে উল্লেখ করেন অশ্বিন। বলেন, ‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা বরাবরই উপভোগ করেছি।’
কথাগুলো বলার সময় যথেষ্ট আবেগপ্রবণ ছিলেন অশ্বিন। তিনি সাংবাদিকদের কোনও প্রশ্নের জবাব দেননি। নিজের কথা ঘোষণা করেই রোহিতের সঙ্গে আলিঙ্গন সেরেই বেরিয়ে যান। জীবনের শেষ টেস্টে যথাযোগ্য সম্মান পেলেন না অশ্বিন। চলতি সিরিজে তিনটি টেস্টের মধ্যে এডিলেডেই খেলেছেন। দিনরাতের টেস্টই দেশের হয়ে তাঁর জাবনের শেষ টেস্ট হয়ে রইল। অবসরের কথা জেনেও অশ্বিনকে ব্রিসবেনে কেন বিদায়ী টেস্ট খেলার সুযোগ দেওয়া হল না? এই নিয়ে প্রশ্ন উঠছে। এইটুকু সম্মান প্রাপ্য ছিল না দেশের জার্সিতে ১৪ বছর খেলা অশ্বিনের?
৩৮ বছর বয়সী অশ্বিন দেশের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ২৮৭ ম্যাচে ৭৬৫ উইকেট নিয়েছেন। ভারতের ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী। ব্যাট হাতেও অবদান কম নয়। করেছেন ৪৩৯৪ রান। টেস্টে ৬টি সেঞ্চুরিও রয়েছে। বর্তমানে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে তিনি বিশ্বের তৃতীয় সেরা অলরাউন্ডার। অবসর নেওয়ার আগের মুহূর্ত পর্যন্ত তিনিই ছিলেন বর্তমান খেলোয়াড়দের মধ্যে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারী (৫৩৭)।
টেস্টে ভারতীয় বোলারদের মধ্যে দ্বিতীয় সর্বাধিক উইকেটশিকারী অশ্বিন। তিনি ১০৬টি টেস্টে ৫৩৭ উইকেট নিয়েছেন, গড় ২৪। টেস্টে ভারতের মধ্যে সর্বাধিক উইকেটশিকারী অনিল কুম্বলে। তিনি ১৩২টি টেস্টে ৬১৯ উইকেট নিয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে তিন টেস্টের সিরিজে অশ্বিন মাত্র ৯টি উইকেট পেয়েছিলেন। গড় ছিল ৪১.২২। টেস্টে মুথাইয়া মুরলিথরনের সঙ্গে অশ্বিন টেস্টে রেকর্ড সংখ্যক ১১ বার সিরিজ সেরা হয়েছেন। অশ্বিন টেস্টে ৩৫০৩ রান করেছেন। ৬টি শতরান ও ১৪টি অর্ধশতরান রয়েছে। ১১৬টি একদিনের ম্যাচে অশ্বিন ১৫৬টি উইকেট নিয়েছেন। ৬৫টি টি২০ আন্তর্জাতিকে তাঁর ৭২টি উইকেট রয়েছে। একদিনের ম্যাচে কটি হাফ সেঞ্চুরিও রয়েছে।
❤ Support Us