- দে । শ
- নভেম্বর ২, ২০২৩
মমতা, শোভনদেবের পর এবার জ্যোতিপ্রিয়র পাশে দাঁড়ালেন অর্জুন সিং, ভিন্ন সুর কাকলির গলায়
তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জ্যোতিপ্রিয় মল্লিকের রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেফতারি প্রসঙ্গে জানিয়ে দিলেন, “জ্যোতিপ্রিয় মল্লিক দোষ করলে তার দায় দল নেবে কেন?” বৃহস্পতিবার কাকলি এই মন্তব্য করার দিনই তৃণমূলেরই আর এক সাংসদ অর্জুন সিং জানিয়ে দিলেন, “জ্যোতিপ্রিয় মল্লিক একজন ভালো লোক, ওর বিপদে পাশে দাঁড়াব। ইডি হেফাজত শেষে তাঁর জেল হলে তখন যদি তাঁর আইনি সহায়তা দরকার হয় সেটা করব। যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় কারোও পাশে দাঁড়াবেন, দল দাঁড়াবে,ততক্ষণ তাঁর পাশে আমি দাঁড়াবো। যে কোনও ব্যবসায়ী মন্ত্রীদের কাছে ঘেঁষে থাকে, এটা ভারতীয় রাজনীতির একটা পদ্ধতি। টু’জি নিয়েও এরকম হয়েছিল। যা হওয়ার সেটা তো বিচার শেষ হওয়ার পর হবে।”
এদিকে বুধবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিকের নাম না করে তাঁর পাশে দাঁড়িয়ে বলেছেন, “দোষ প্রমাণের আগেই গ্রেফতার। কিছুই প্রমাণ হল না অথচ চোর বানিয়ে দিলেন। সব মিনিস্টারকে অ্যারেস্ট করছে কিছু না কিছু করে। পশ্চিমবঙ্গ সরকারকে কাজই করতে দেবে না। একতরফা একটা পার্টিকে দোষ দিয়ে যাচ্ছেন।”
তবে তৃণমূলের একাধিক নেতার জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি নিয়ে একাধিক মত। বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ইতিমধ্যেই জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর বলেছেন, “অন্যের দায় আমি আমার মাথায় নিতে যাবো কেন? আমি আড়াই বছর দায়িত্বে এসেছি। আগের ব্যাপার সম্পর্কে আমি জানি না।” অন্যদিকে রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক বলেছেন, “২০২১-এর আগের বিষয় এসব, ২০২১-এর পরে কি হয়েছে সেটা দেখুন।”
এদিকে বুধবার জ্যোতিপ্রিয় প্রসঙ্গে রাজ্যের প্রবীণ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন, “পার্থ চট্টোপাধ্যায়কে আমি হাতে করে রাজনীতিতে এনেছিলাম। পার্থ যখন গ্রেফতার হয় আমার দুঃখ লেগেছিল। জ্যোতিপ্রিয়কে আমি রাজনীতিতে না আনলেও ও আমার দীর্ঘদিনের রাজনৈতিক সতীর্থ। কাউকে গ্রেফতার করলেই সে দোষী হয়ে যায় না, যদি বিচারে জ্যোতিপ্রিয় দোষী সাব্যস্ত হয় তাহলে আমি কেন দলও তাঁর পাশে থাকবে না।” এদিকে এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি নিয়ে মুখ খোলেননি।
❤ Support Us