Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ৮, ২০২৪

ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপ। ঘুঁচল ডার্বি টিকিটের দামের বৈষম্য

আরম্ভ ওয়েব ডেস্ক
ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপ। ঘুঁচল ডার্বি টিকিটের দামের বৈষম্য

ডার্বি ম্যাচের টিকিটের দাম নিয়ে বৈষম্য তৈরি করেছিল আয়োজক ইস্টবেঙ্গল। মোহনবাগান সমর্থকদের জন্য টিকিটের মূল্য নিজেদের দর্শকদের তুলনায় বেশি। এই নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন মোহনবাগান কর্তারা। এমনকী, সমর্থকদের ডার্বি ম্যাচ বয়কটের আবেদনও জানিয়েছিলেন। অবশেষে কয়েকদিন ধরে চলা ডার্বির টিকিটের বৈষম্য নিয়ে বিতর্কের অবসান হল। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উদ্যোগে দুই দলের সমর্থকদের টিকিটের মূল্য একই করা হয়েছে।

ইস্টবেঙ্গলের পক্ষ থেকে প্রথমে টিকিটের যে দাম ধার্য করা হয়েছিল, তাতে মোহনবাগানের তুলনায় ইস্টবেঙ্গল সমর্থকদের টিকিটের দাম কম ছিল। বি ১, বি ৩ ব্লকে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য টিকিটের দাম ধার্য হয়েছিল ১০০ টাকা। এ ১ ব্লকের জন্য ১৫০ টাকা। সি ১ ও ৩ ব্লকের জন্য ২০০ টাকা। বি ২ ব্লকের টিকিটের দাম রাখা হয়েছিল ২৫০ টাকা, এ ২ ব্লকে ৩০০ ও সি ২ ব্লকে ৪০০ টাকা। অন্যদিকে, মোহনবাগান সমর্থকদের জন্য ডি ৩ ব্লকের টিকিটের দাম ২৫০ টাকা, এ ১ এবং সি ৩ ব্লকের জন্য ৩০০ টাকা, সি ১ এবং সি ৩ ব্লকের টিকিটের দাম ৩৫০ টাকা। ডি ২ ব্লকের জন্য মোহনবাগান সমর্থকদের দিতে হত ৪০০ টাকা এবং এ ২ ব্লকের টিকিটের দাম ধার্য করেছিল ৫০০ টাকা। ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য ভিআইপি টিকিটের দাম ১০০০ থাকলেও মোহনবাগান সমর্থকদের জন্য ধার্য হয়েছিল ১৫০০ টাকা।

টিকিটের দামে সমতা নিয়ে আসতে উদ্যোগ নেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বৃহস্পতিবার রাতে তিনি ইমামি, ইস্টবেঙ্গল ও মোহনবাগান কর্তাদের সঙ্গে ফোনে কথা বলেন। তাঁর উদ্যোগে দু’‌দলের সমর্থকদের জন্য টিকিটের দাম একই করল ডার্বির আয়োজক ইস্টবেঙ্গল। দামের জটিলতার কারণে শুক্রবার বড় ম্যাচের টিকিট অফ লাইনে‌ বিক্রি করা হয়নি। অনলাইনেও টিকিট বিক্রি বন্ধ ছিল। শনিবার থেকে অফলাইন ও অনলাইনে টিকিট বিক্রি করা হবে। রবিবার সকাল ১০.৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬.৩০ মিনিট পর্যন্ত টিকিট বিক্রি হবে। ময়দানের পাশাপাশি যুবভারতী ক্রীড়াঙ্গনের বক্স অফিস ১ থেকেও টিকিট পাওয়া যাবে টিকিট। ডার্বি ম্যাচের দিন সকাল ১০.৩০ মিনিট থেকে বেলেঘাটার মহাদেব ক্লাব থেকেও অফ লাইনে টিকিট পাওয়া যাবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!