Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ৩০, ২০২৩

এশিয়ান গেমসের প্রস্তুতিতে কিরঘিজস্থানে যাচ্ছেন বজরং, ভিনেশ। ক্রীড়ামন্ত্রকের উদ্দ্যোগ ঘিরে উঠছে প্রশ্ন

আরম্ভ ওয়েব ডেস্ক
এশিয়ান গেমসের প্রস্তুতিতে কিরঘিজস্থানে যাচ্ছেন বজরং, ভিনেশ। ক্রীড়ামন্ত্রকের উদ্দ্যোগ ঘিরে উঠছে প্রশ্ন

তোষামোদ করেই কি বিজেপি সাংসদ তথা ভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আন্দোলন ধামাচাপা দিতে চাইছেন কেন্দ্রীয় সরকার?‌ তেমনই ইঙ্গিতই উঠে আসছে। কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যান মন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠকের পরই আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন প্রতিবাদী কুস্তিগিররা। তাঁদের অনুরোধ মেনে এশিয়ান গেমসের ট্রায়ালও পিছিয়ে দেওয়া হয়েছে। এবার সরকারি সহায়তায় বিদেশে প্রশিক্ষণ নিতে যাচ্ছে কুস্তিগিরদের আন্দোলনের দুই প্রতিবাদী মুখ বজরং পুনিয়া এবং ভিনেশ ফোগাট।

বজরং পুনিয়া ও ভিনেশ ভোগাটকে কিরঘিজস্থানে আন্তর্জাতিক ট্রেনিং ক্যাম্পে পাঠাচ্ছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। এই দুই কুস্তিগিরের সবরকম আর্থিক সহায়তা করছে কেন্দ্রীয় সরকার। বজরং ও ভিনেশের যাতায়াতের খরচ, ট্রেনিং ও থাকা–খাওয়ার সব খরচই বহন করবে কেন্দ্রীয় সরকার। টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিমে এই দুই কুস্তিগিরকে বিদেশে পাঠানো হচ্ছে।

অলিম্পিক পদকজয়ী বজরং পুনিয়া ৩৬ দিন এই ট্রেনিং ক্যাম্পে থাকবেন। অন্যদিকে, ভিনেশ ফোগাট ৭ দিন কিরঘিজস্তানে প্রশিক্ষন করবেন। কিরঘিজস্তানে প্রশিক্ষণ শেষ করে হাঙ্গেরিকে আরও একটা প্রশিক্ষণ শিবিরে যাবেন ভিনেশ। জুলাই মাসের প্রথম সপ্তাহেই এই দুই কুস্তিগির কিরঘিজস্তানে রওনা হবেন। বজরং ও ভিনেশের সঙ্গে তাঁদের কোচ, সাপোর্ট স্টাফরাও যাবেন।

অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠকের পর প্রতিবাদ আন্দোলন স্থগিত করেন বজরং–ভিনেশরা। তারপর হরিয়ানার সোনপতে সাই কেন্দ্রে প্রস্তুতি শুরু করেছেন প্রতিবাদী কুস্তিগিররা। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চিনের হাংঝাউতে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে। তারই প্রস্তুতি শুরু করেছেন ভিনেশরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!