- দে । শ
- ডিসেম্বর ৬, ২০২৩
দেশের প্ৰথম মহিলা এডিসির দায়িত্বে বায়ু সেনার আধিকারিক মনীষা পাধি
স্কোয়াড্রন মনীষা পাধি, যিনি ২০১৫ ব্যাচের ভারতীয় বিমান বাহিনী অফিসার, এডিসি পদ নিযুক্ত দেশের প্ৰথম মহিলা অফিসার৷
মিজোরামের রাজ্যপাল হরি বাবু কামহামপতি, ২৯ শে নভেম্বর রাজ্যের রাজধানী আইজলের রাজভবনে আয়োজিত একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী থেকে স্কোয়াড্রন লিডার পাধিকে এডিসি নিযুক্ত করেন।
মিজোরামের রাজ্যপালের কার্যালয় একটি অফিসিয়াল রিলিজে জানিয়েছে, মিজোরামের গভর্নর আনুষ্ঠানিক ভাবে স্কোয়াড্রন লিডার মনীষা পাধিকে এডিসি পদের সাম্মানিক প্রতীক পরিয়ে এই পদে নিযুক্ত করেন ৷ স্বাধীনতা উত্তর ভারতে তিনি প্রথম মহিলাএইড-ডি-ক্যাম্প বা এডিসি ।
স্কোয়াড্রন লিডার পাধি আনুষ্ঠানিকভাবে তাঁর পদে যোগদান করেন ২৯ নভেম্বর। এর আগে পুনে এবং ভাটিন্ডায় এয়ার ফোর্স স্টেশনে নিযুক্ত ছিলেন তিনি।
ভারতে বায়ু সেনা বিভাগে এডিসি একটি সম্মানিক পদ। বর্তমানে সহকারী-ডি-ক্যাম্পকে পোস্ট-নোমিনাল এডিসি প্রদান করা হয়। সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীতে তিনজন সহকারী-ডি-ক্যাম্প থাকেন এবং রাষ্ট্রপতির পাঁচজন সহকারী-ডি-ক্যাম্প থাকে, এদের মধ্যে সেনাবাহিনী থেকে তিনজন এবং নৌবাহিনী ও বিমান বাহিনীর একজন করে থাকেন। টেরিটোরিয়াল আর্মি থেকেও একজন সাম্মানিক এড-ডি-ক্যাম্প বা এডিসি রয়েছেন।
❤ Support Us