- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ২১, ২০২৪
মডেলের মৃত্যু। ক্রিকেটার অভিষেক শর্মাকে জেরা পুলিশের
২৮ বছর বয়সী মডেল তানিয়া সিংয়ের মৃত্যুর জন্য ক্রিকেটার অভিষেক শর্মাকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে ডেকে পাঠানো হচ্ছে।
সুরাটের ভেসু রোডের হ্যাপি এলিগেন্স অ্যাপার্টমেন্টের বাসিন্দা মডেল তানিয়া সিং মঙ্গলবার আত্মহত্যা করেন। তিনি ফ্যাশন ডিজাইনিং ও মডেলিংয়ের সঙ্গে যুক্ত। তানিয়ার মৃত্যু ঘিরে ক্রমশ রহস্য দানা বাঁধছে। মৃত্যুর কারন জানার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত করতে গিয়ে তানিয়ার মোবাইলের কললিস্ট ঘেঁটে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা ক্রিকেটার অভিষেক শর্মার নাম উঠে এসেছে।
সুরাট পুলিশের এসিপি ভিআর মালহোত্রা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘আত্মহত্যা করা মডেল তানিয়া সিংয়ের একটি সিডি–আর রিপোর্ট প্রকাশিত হয়েছে। এতে হায়দরাবাদের বাসিন্দা মডেল তানিয়া সিং আইপিএলে খেলা ক্রিকেটার অভিষেক শর্মাকে মেসেজ করেছিলেন। কিন্তু তাঁর কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাননি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। জিজ্ঞাসাবাদের জন্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিষেক শর্মাকে নোটিশ পাঠানো হবে। মডেল তানিয়া সিংয়ের ফোনের কল ডিটেইলে অভিষেক শর্মার নম্বর পাওয়া গেছে। যার ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে।’ অভিষেক শর্মা ভারতীয় ক্রিকেটের প্রতিশ্রুতিবান ক্রিকেটার। এই মুহূর্তে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে চুক্তিবদ্ধ।
❤ Support Us