- এই মুহূর্তে
- জুলাই ১৩, ২০২২
জনরোসে উত্তাল দ্বীপরাজ্য । পলাতক প্রেসিডেন্ট, জরুরি অবস্থা জারি শ্রীলঙ্কায়
হাজার হাজার বিক্ষোভকারী প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করেছিল। উত্তাল জনরোস থামাতে পুলিস টিয়ার গ্যাস ছুড়েছে ।

প্রবল অর্থনৈতিক সংকটে ধুঁকছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। এই পরিস্থিতিতেই জারি হয়ে গেল জরুরি অবস্থা। প্রধানমন্ত্রীর সচিবালয় শ্রীলঙ্কা জুড়ে জরুরি অবস্থা জারি করার কথা ঘোষণা করল।শ্রীলঙ্কার রাষ্ট্রপতি পলাতক। জানা গেছে গোটাবায়া রাজাপক্ষেল গোপনে পরিবার নিয়ে মলদ্বীপে পাড়ি দিয়েছেন। প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে ফেলেছে সেনা। এই পরিস্থিতিতেই দ্বীপরাজ্যে জারি হয়েছে জরুরি অবস্থা । সংবাদসংস্থার খবর, প্রধানমন্ত্রীর সচিবালয় শ্রীলঙ্কা জুড়ে জরুরি অবস্থা জারি করার কথা ঘোষণা করেছে। প্রধানমন্ত্রীর মুখপাত্র দিনুক কলম্বেজ সংবাদসংস্থাকে জানিয়েছেন, ‘প্রেসিডেন্ট দেশের বাইরে থাকায় দেশের পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।’ প্রবল অর্থনৈতিক সংকটে ধুঁকছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতির জন্য রাজাপক্ষে পরিবারের ভুল নীতিই দায়ী বলে অভিযোগ। সেই কারণে তাঁদের উপরেই দেশবেসীর সীমাহীন ক্ষোভ।
পুলিস বলেছে যে তারা পশ্চিম প্রদেশ জুড়ে একটি অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করছে। যার মধ্যে রাজধানী কলম্বোও রয়েছে। রাজাপক্ষ বিশেষ সামরিক বিমানে মালদ্বীপে যাওয়ার পরে ক্রমবর্ধমান বিক্ষোভে নিয়ন্ত্রণে রাখতেই এই ব্যবস্থা। প্রসঙ্গত, হাজার হাজার বিক্ষোভকারী প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করেছিল। উত্তাল জনরোস থামাতে পুলিস টিয়ার গ্যাস ছুড়েছে ।
একজন সিনিয়র পুলিস কর্মকর্তা বলেছেন, ‘কলম্বোতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে সমানে বিক্ষোভ চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমাদের কারফিউ জারি করতে হয়েছে।’
❤ Support Us