Advertisement
  • এই মুহূর্তে
  • জুলাই ১৫, ২০২২

গোতাবায়ার পদত্যাগে শ্রীলঙ্কা জুড়ে উচ্ছ্বাস । পলাতক প্রেসিডেন্টকে আশ্রয় নয়, জানিয়ে দিয়েছে সিঙ্গাপুর ।

আরম্ভ ওয়েব ডেস্ক
গোতাবায়ার পদত্যাগে শ্রীলঙ্কা জুড়ে উচ্ছ্বাস । পলাতক প্রেসিডেন্টকে আশ্রয় নয়, জানিয়ে দিয়েছে সিঙ্গাপুর ।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের খবর ছড়িয়ে পড়তেই উচ্ছ্বাসে মেতে ওঠে জনশক্তি। রাজধানী কলম্বসহ দেশের গ্রাম থেকে শহরে শুরু হয় ‘যুদ্ধজয়ী মিছিল।’ সশস্ত্র পুলিস আর নিরাপত্তারক্ষীরা বাঁধা দেয়নি। গোতাবায়া এখন সিঙ্গাপুরে। দেশে ফেরার সম্ভাবনা নেই। তাঁকে ব্যক্তিগত সফরের অনুমতি দিয়েছে । সিঙ্গাপুরের বিদেশ মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে রাজনৈতিক আশ্রয় হবে না ।

শ্রীলঙ্কা সংসদের অধ্যক্ষ বলেছেন—এবার নতুন প্রধানমন্ত্রী বেছে নেবেন সাংসদরা । এ নিয়ে এক সপ্তাহের মধ্যে ভোটাভুটি হবে। স্পিকারের সিদ্ধান্ত কি মেনে নেবে ক্ষুদ্ধ জনতা? না তাঁরা সংসদীয় নির্বচন দাবি করবে। স্বতঃস্ফূর্ত আন্দোলনকারীদের পক্ষ থেকে এ ব্যাপারে কোনও ঘোষণা করা হয় নি। সম্ভাব্য প্রধানমন্ত্রী না পসন্দ হলেই তাঁরা রাস্তায় নামবে। শুরু হবে আরেক আন্দোলন ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!