- প্রচ্ছদ রচনা
- এপ্রিল ৫, ২০২২
সঙ্কট আরো বাড়ছে শ্রীলঙ্কায়। গোতাবায়া-র সঙ্গ ছাড়লেন ৪০ সাংসদ ।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ-এর সমর্থক ৪০ সাংসদ তাঁর সঙ্গ ত্যাগ করে বলেছেন, আমরা এখন নিজের বিবেচণায় যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করব। দিন কয়েক আগে প্রেসিডেন্ট সর্বদলীয় সরকার গঠনের ডাক দিয়ে বলেছিলেন, দেশ সঙ্কটে । ভবিষ্যতের কথা ভেবে বিরোধীদের সরকারে যোগ দেওয়া উচিত ।
রাজাপক্ষ-এর ভূমিকায় এই ৪০ সাংসদ অখুশি একথা পরিস্কার । কিন্তু বিরোধীদের সঙ্গে আছেন কিংবা থাকবেন, তা বলেন নি। গোটা দেশ প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করছে । বিদ্যুৎ সরবরাহ বিকল, এতে ক্ষোভ আরও বাড়ছে। পরিস্থিতি সম্পূর্ণ বেসামাল । বিদেশি মুদ্রার অভাবে তেল আমদানি বন্ধ । তেলের অভাবে যান চলাচল স্তব্ধ ।
❤ Support Us