Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • মে ৯, ২০২৪

চলতি বছরের প্রতিবেশী দ্বীপ রাষ্ট্রে রাষ্ট্রপতি নির্বাচন

আরম্ভ ওয়েব ডেস্ক
চলতি বছরের প্রতিবেশী দ্বীপ রাষ্ট্রে রাষ্ট্রপতি নির্বাচন

প্রতিবেশী দ্বীপ রাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন এবছরেই। বৃহস্পতিবার একথা ঘোষণা করল শ্রীলঙ্কার জাতীয় নির্বাচন কমিশন । সেদেশের কমিশনের চেয়ারম্যান আর.এন.এ.এল রত্নায়েকে সংবাদমাধ্যককে জানিয়েছে, সেদেশের সাংবিধানিক সংস্থান মেনেই রাষ্ট্রপতি নির্বাচনের সমস্ত পদক্ষেপ নেওয়া হবে । রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন দাখিল প্রক্রিয়াও শুরু হবে যথা সময়ে।

শ্রীলঙ্কার জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, চলতি বছরের সেপ্টেম্বর ১৭ থেকে অক্টোবর ১৬ এর মধ্যেই সেদেশে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে ।
উপমহাদেশের দক্ষিণে অবস্থিত ভারত মহাসগরের ওই দ্বীপ রাষ্ট্রের বর্তমান রাষ্ট্রপতি রানিল ভিক্রমাসিংঘে। আসন্ন নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি । ২০১৯ থেকেই সে দেশ তীব্র অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয়। বেসামাল অর্থনীতি আর চড়া মু্দ্রাস্ফীতিতে নাজেহাল শ্রীলঙ্কায়, সরকার বিরোধী অভ্যুত্থানের হাত থেকে বাঁচতে পালিয়ে যান সেদেশের প্রধানমন্ত্রী মহিন্দ্রা রাজপক্ষে। তাঁর বিরুদ্ধে ওঠে অর্থনৈতিক কারচুপির অভিযোগও । ২০২২ এর মে-তে ঋণে জর্জরিত টালমাটাল শ্রীলঙ্কার হাল ধরেন রানিল ভিক্রমাসিংঘে । প্রধানমন্ত্রী পদে বসার দুমাসের মধ্যেই গোতবায়া রাজপক্ষেকে সরিয়ে তাঁকে রাষ্ট্রপতির পদে মনোনীত করে বহুদলীয় রাজনৈতিক জোট । ২০২৪ সালেই সেই মেয়াদ শেষ হবে । তার আগেই সেদেশে অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন ।

৭৫ বছরের ভিক্রমাসিংঘে ১৯৯৪ সাল থেকে শ্রীলঙ্কা উইনাইটেড ন্যাশেনাল পার্টির নেতৃত্বে রয়েছেন । দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন পাঁচবার । আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বি হতে পারেন ভিজয়দাসা রাজপক্ষ । সেদেশের বর্তমান আইন মন্ত্রী । শ্রীলঙ্কা ফ্রিডম পার্টির হয়েই নির্বাচনে দাঁড়াবেন তিনি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!