Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • সেপ্টেম্বর ২৫, ২০২৪

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই কাছের আমারাসুরিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিলেন দিশানায়েকে

আরম্ভ ওয়েব ডেস্ক
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই কাছের আমারাসুরিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিলেন দিশানায়েকে

রাজাপক্ষে পরিবারের টানা দেড় দশকের বেশি আধিপত্যের অবসান ঘটিয়ে শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বামপন্থী অনূঢ়া কুমারা দিশানায়েকে। শনিবার নির্বাচনে জয়ী হয়েছেন বামপন্থী দিশানায়েকে। সাধারণ নির্বাচনের পথ প্রশস্ত করার লক্ষ্যে দেশের সংসদ ভেঙে দিয়েছেন নতুন প্রেসিডেন্ট। সংসদ ভেঙে দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে তাঁর কাছের হরিনি আমারাসুরিয়াকে বেছে নিয়েছেন দিশানায়েকে। শ্রীলঙ্কার ইতিহাসে আমারাসুরিয়াকে হলেন তৃতীয় মহিলা প্রধানমন্ত্রী।

‌গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে দেশ ছেড়ে পালানোর ২ বছরের বেশি সময় পর নির্বাচিত প্রেসিডেন্ট পেয়েছে শ্রীলঙ্কা। ১৯৪৮ সালে স্বাধীনতার পর থেকে শ্রীলঙ্কা শাসন করেছে দুটি প্রভাবশালী রাজনৈতিক দল বা তাদের জোট। এর মধ্যে রাজাপক্ষে পরিবারের নেতৃত্বাধীন দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি)। এই দল থেকে একাধিকবার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মাহিন্দা রাজাপক্ষে। গণঅভ্যুত্থানের মুখে দেশত্যাগের আগে সর্বশেষ প্রেসিডেন্ট ছিলেন তাঁর ছোট ভাই গোতাবায়া রাজাপক্ষে।

প্রেসিডেন্ট নির্বাচনে অনূঢ়া কুমারা দিশানায়েকে ৪২.৩১ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী এসজেবি নেতা সাজিথ প্রেমাদাসা পেয়েছেন ৩২.৭৬ শতাংশ ভোট। আর ক্ষমতাসীন প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে পেয়েছেন ১৭ শতাংশ ভোট। জেভিপি প্রধান অনূঢ়া কুমারা দিশানায়েকে এবারের নির্বাচনে এনপিপি জোটের প্রার্থী ছিলেন। ২২৫ সদস্যের পার্লামেন্টে এই জোটের আসন ছিল মাত্র তিনটি। গণবিক্ষোভের মুখে গোতাবায়া রাজাপক্ষে দেশ ছেড়ে পালানোর পর পরিবর্তিত পরিস্থিতিতে জেভিপির জনপ্রিয়তা বাড়তে শুরু করে। সামাজিক ন্যায়বিচার ও দুর্নীতির বিরুদ্ধে দলের অবস্থান নাগরিকদের আকৃষ্ট করেছে।

প্রেসিডেন্ট নির্বাচনের আগে দিশানায়েকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে সংসদ ভেঙে দেবেন। কথা রেখেছেন দিশানায়েকে। সংসদ ভেঙে দিয়ে তিনি প্রধানমন্ত্রী পদে বসিয়েছেন হরিনি আমারাসুরিয়াকে। ১৪ নভেম্বর দেশে সংসদ নির্বাচনের দিন ঘোষণা করেছেন। পরের বছর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন দিনেশ গুনাবর্ধনে। তাঁর স্থলাভিষিক্ত হওয়া আমারাসুরিয়া সংসদে এনপিপি জোটের তিন আইনপ্রণেতার একজন ছিলেন। শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট মন্ত্রিসভার নেতৃত্ব ও আইনপ্রণেতাদের মধ্য থেকে মন্ত্রী নিয়োগ করে থাকেন। অন্যদিকে প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন প্রেসিডেন্টের সহকারী হিসেবে এবং ক্ষমতাসীন দলেরও নেতৃত্ব দেন তিনি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!