শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
ভালবাসার জোয়ারে ভাসছেন পাকিস্তানের জোরে বোলার নাসিম শাহ। এশিয়া কাপের সুপার সিক্সের ম্যাচে আফগানিস্তান ও পাকিস্তান ম্যাচ দারুণ জমে উঠেছিল। টানটান উত্তেজনার ম্যাচে শেষ ওভারে পরপর দুটি ছক্কা মেরে পাকিস্তানকে জয় এনে দিয়েছিলেন নাসিম শাহ। তারপর থেকেই তাঁর অনুরাগীর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। ভাসবাসার সীমা কাঁটাতারের বেড়া বেরিয়ে আগেই পৌঁছে গিয়েছিল সীমান্তের এপারে। এবার এবার সমুদ্র পাড়ি দিয়ে পৌঁছে গেল শ্রীলঙ্কাতে।
শ্রীলঙ্কার উঠতি নায়িকা ইয়েহালি তাসিয়া নিজের ইনস্টাগ্রামে নাসিম শাহর ছবি শেয়ার করেছেন।
ভারতীয় সেলিব্রিটি সুরভী জ্যোতি এবং উর্বশী রাউতেলা ইনস্টাগ্রামে নাসিম শাহের ভিডিও শেয়ার করার পরে খবরের শিরোনামে এসেছিলেন। এবার নাসিম শাহের ভিডিও শেয়ার করে সংবাদের শিরোনামে শ্রীলঙ্কার অভিনেত্রী ইয়েহালি তাসিয়া।
ইয়েহালি তাসিয়া ১৯ বছর বয়সী নাসিম শাহর প্রশংসা করেছেন। তিনি ইনস্টাগ্রামে যে ভিডিও পোস্ট করেছেন তার অবশ্য কোনও ক্যাপশন দেননি। তবে তিনি ইমোজির মাধ্যমে তার অনুভূতি প্রকাশ করেছেন। ইয়েহালি তাসিয়া আইএসপিআর–এর নাটক সিরিয়া ‘সিনফ–ই–আহান’–এ একটি ভূমিকায় অভিনয় করেছেন। শ্রীলঙ্কা দল এশিয়া কাপের ফাইনাল ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ষষ্ঠবারের মতো ট্রফি জিতে নেওয়ার একদিন পর ভিডিওটি প্রকাশ্যে এসেছে।
আগেই উর্বশী রাউতেলা আফগানিস্তান ও পাকিস্তান ম্যাচের হাইলাইটগুলির রেকর্ডিংসহ নিজের এবং নাসিম শাহের একটা সম্পাদিত ভিডিও পোস্ট করেছিলেন। যেখানে ক্যামেরাটি মাঠে থেকে নাসিম শাহের মুখের দিকে সরে যাওয়ার সাথে সাথে তাঁকে হাসতে দেখা যায়। নাসিম শাহকে নিয়ে সুরভী জ্যোতিও নিজের ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করেছিলেন। এই দুই ভারতীয় অভিনেত্রীর শেয়ার করা ভিডিও নেটিজেনদের মধ্যে খুব সাড়া ফেলেছিল।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34