- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- জুলাই ৫, ২০২৪
সৃষ্টির অঙ্গনে চিত্র প্রদর্শনী, সল্প মূল্যে মিলবে সংগ্রহের সুযোগ

শিল্প সংস্কৃতি-মনস্কতায় ভারতবর্ষের সংস্কৃতির রাজধানী কলকাতা। শহরের বিভিন্ন গ্যালারিতে প্রায় প্রতিদিনই কোনও না কোনও প্রদর্শনী লেগেই থাকে। শিল্পীদের কাজ দেখতে শিল্প রসিকরা ভিড় জমান একাডেমী অফ ফাইন আর্টস, গগনেন্দ্র প্রদর্শনশালা, বিড়লা অ্যাকাডেমি সহ শহরের বিভিন্ন গ্যালারিতে। শিল্পীর থেকে কেউ বহুমূল্যে ছবি ক্রয় করেন অথবা শুধু দেখেই চোখের তৃষ্ণা মেটান ।
সাধ ও সাধ্যের এই বিপুল বৈষম্য দূর করতে এবার উদ্দ্যোগ নিল সৃষ্টি আর্ট গ্যালারি।কালীঘাটের সৃষ্টি আর্ট গ্যালারি আগামী ৮ থেকে ১২ জুলাই একটি প্রদর্শনীর আয়োজন করেছে। এবছর তাদের আয়োজনে নিজেদের সৃষ্টিকে তুলে ধরবেন অনির্বাণ শেঠ, বিনা জৈন, মধু আগরওয়াল, মলয় দাস, মিল্টন ভট্টাচার্য, নেহা সরাফ, সমীর চন্দ, সঞ্জীব সেন, সুনয়না কাসেরা, বিদ্যা মাল প্রমুখ।
ক্যানভাস থেকে শাড়ি, কাগজ। মাধ্যমের বৈচিত্রে বহু শিল্পী সাজিয়ে তুলেছেন নিজেদের সৃষ্টি, কলকাতার শিল্প রসিকরা যা সংগ্রহ করতে পারবেন সুলভ মূল্যে।
❤ Support Us