Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • ডিসেম্বর ৩১, ২০২৪

ওয়েভস সামিট নিয়ে মোদির প্রশংসা শাহরুখ, অক্ষয়ের

আরম্ভ ওয়েব ডেস্ক
ওয়েভস সামিট নিয়ে মোদির প্রশংসা শাহরুখ, অক্ষয়ের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘World Audio Visual Entertainment Summit’ বা ‘ওয়েভস’ (WAVES) – এর সূচনা সংবাদে উচ্ছ্বসিত শাহরুখ খান, অক্ষয় কুমার , সঞ্জয় দত্তের মতো তারকারা। প্রধানমন্ত্রীর ভিডিও রি-পোস্ট করে ভারতকে বিশ্ব শিল্প দুনিয়ায় কেন্দ্র করবার পিছনে প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা প্রত্যেকেই। ‘ওয়েভস’ ভারতীয় সিনেমা ও বিনোদনের জগৎকে নতুন গতি দেবে বলে মোদি তার ‘মন কি বাত’ – এ শুনিয়েছেন।

আগামী ৫-৯ ফেব্রুয়ারি দিল্লির বৃহত্তম প্রদর্শনী কেন্দ্র ‘ভারত মণ্ডপম্’ – এ অনুষ্ঠিত হতে চলেছে ‘ওয়েভস ২০২৫ সাবমিট’। ভারতীয় বিনোদন ও সিনেমা জগতের স্বাভাবিক কৌতুহল আছে তা নিয়ে। তার মধ্যে গত রবিবার ‘মন কি বাত ‘ – দীর্ঘ সময় নিয়ে এই উদ্যোগ নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদি। প্রশংসা করে বলেছেন – ‘ওয়েভস’ ভারতীয় সিনেমা ও বিনোদনের জগৎকে নতুন গতি দেবে। বিনোদন দুনিয়ায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে প্রধানমন্ত্রীর কথা। শাহরুখ খান, অক্ষয় কুমার, সঞ্জয় দত্তের মতো তারকারা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সেই ভিডিও, জুড়ে দেন নিজেদের আবেগের কথা।

শাহরুখ খান তার X হ্যান্ডেলে লেখেন, ” এটা ভীষণ প্রত্যাশার কথা আমাদের দেশে ‘ওয়েভস’ – সিনেমা ও বিনোদনের মিলনক্ষেত্র হতে চলেছে। যার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। এই সম্মেলন আমাদের শিল্পজগতকে উদযাপন করে একই সাথে ভারতীয় অর্থনীতিতে আমাদের ‘সফট পাওয়ার’ হিসাবে ভূমিকাকে মান্যতা দেয়। সবচেয়ে বড় কথা এই উৎসব সৃজনশীল কাজকে উৎসাহ দেয় এগিয়ে নিয়ে যায়। ‘

অক্ষয় কুমার লিখেছেন, “এই হলো নরেন্দ্র মোদির মিডিয়া ও বিনোদন জগতকে এগিয়ে নিয়ে যাওয়ার দূরদর্শিতা। তাঁর অন্যবদ্য ভাবনার ফসল। আমি আশাবাদী ‘ওয়েভস ২০২৫ সাবমিট’ সমগ্র বিনোদন জগতকে একত্রতিক করতে দুর্দান্ত ‘গ্লোবাল ফোরাম’ হতে চলেছে।”

তারকারা যে ভিডিওটি পোস্ট করছেন তাতে প্রধানমন্ত্রীকে চলচিত্র, অ্যানিমেশন ছবি এবং টেলিভিশনের মানুষের কাছে জনপ্রিয়তার কথা বলেছেন। একই সঙ্গে ভারতীয় অর্থনীতিতে এগুলির ভূমিকার কথা বলেছেন। প্রধানমন্ত্রী এদিন ‘KTB-Bharat Hain Hum’ নামে একটি অ্যানিমেশন সিরিজও প্রকাশ করেন। যেটি প্রতি রবিবার সকাল ১০.৩০ থেকে দূরদর্শনে ও ওটিটি মাধ্যমে দেখা যাবে। সিরিজটি মূলত ভারতের স্বাধীনতা সংগ্রামের ‘ব্রাত্য’ নায়কদের জীবনের গল্প বলে। সিরিজ প্রসঙ্গে মোদি বলেছেন, ” আপনারা নিশ্চয় জানেন শিশুদের প্রিয় অ্যানিমেশন সিরিজ ‘KTB-Bharat Hain Hum’ – এর দ্বিতীয় অধ্যায় বের হয়েছে। KTB মানে ক্রিস, ট্রিস ও বালটিবয়। এই তিন কাল্পনিক চরিত্র আমাদের স্বাধীনতা সংগ্রামের সেই সব নায়কদের কথা শোনাবে যাদের কথা বেশি বলা হয় না। সম্প্রতি গোয়ার আন্তর্জাতিক চলচিত্র উৎসবে সিরিজের দ্বিতীয় অধ্যায় প্রদর্শিত হয়েছে।
তিনি আরও বলেন ‘ এই সিরিজ শুধুমাত্র ভারতীয় ভাষাগুলোতেই নয় বিদেশি ভাষাতেও দেখতে পাওয়া যাবে। যেমন দূরদর্শন ও ওটিটি প্লাটফর্মেও দেখা যাবে। আকাশবাণীতে প্রতি রবিবার ১০.৩০ থেকে ‘Bharat Hai Hum’ রেডিও নাটক হিসাবেও শোনা যাবে ১২ টি ভাষাতে। প্রধানমন্ত্রী আরও যুক্ত করেছেন, সিনেমা ও বিনোদনের জগত দেশের অর্থীনিতির পরিচালক না হলেও, অর্থিনীতির বিকাশে ভূমিকা রাখে।

গোটা দুনিয়ার সিনেমা,মিডিয়া ও বিনোদন জগতের জনপ্রিয় এবং সৃজনশীল মানুষেরা ৫-৯ ফেব্রুয়ারি ‘ওয়েভস সাবমিট’ – এ জড়ো হবেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!