- দে । শ
- অক্টোবর ১৯, ২০২৩
পাঁচ ঘণ্টা সিবিআই জেরা শেষে বেরিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বললেন, “আমার কাছে সিবিআই-এর তদন্তকারীরা যা জানতে চেয়েছে সব জানিয়েছি
পাঁচ ঘণ্টা সিবিআই-র জেরা শেষে নিজামনপ্যালেস থেকে বেরিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম ওাল বললেন, “আদালতের নির্দেশে সিবিআই দফতরে এসেছিলাম। আমায় তদন্তকারী আধিকারিকরা যা প্রশ্ন করেছেন, যা জানতে চেয়েছেন সব প্রশ্নের উত্তর দিয়েছি।” এছাড়া আর একটি প্রশ্নেরও উত্তর না দিয়ে গৌতম পাল বেরিয়ে যান।
প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে নিজাম প্যালেসের সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালতের নির্দেশ মেনে পর্ষদ অফিস থেকে আজ বিকেল ৫টায় গাড়ি নিয়ে বার হয়ে ৬টার মধ্যে নিজাম প্যালেসে সিবিআই-র জেরায় হাজির হয়েছেন গৌতম পাল। গৌতম পালকে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেরা করে সিবিআই। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বুধবার নির্দেশ দিয়েছিলেন, যদি সন্ধ্যা ৬টার মধ্যে গৌতম পাল নিজাম প্যালেসে সিবিআইর জেরায় হাজির না হলে সিবিআই তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। তার পরই গৌতম পাল নিজাম প্যালেসে নির্ধারিত সময়ে পৌঁছন।
সিবিআই সূত্রে জানা গেছে, ওএমআর শিট প্রসঙ্গে গৌতম পালকে তদন্তকারী আধিকারিকরা প্রশ্ন করেন। এদিনের জিজ্ঞাসাবাদের পর গৌতম পালের দেওয়া উত্তর যাচাই করে সিবিআই তদন্তকারী আধিকারিকরা পরবর্তী সিদ্ধান্ত বা পদক্ষেপ নেবে।
বুধবার আদালতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বলেন, সিবিআই রিপোর্ট থেকে স্পষ্ট এস বসু রায় অ্যান্ড কোম্পানি ওএমআর সিট ডিজাইন করেছিল এমন ভাবে, যাতে প্রার্থীর নাম রোল নম্বর সমস্ত কিছু স্পষ্ট বোঝা না যায়। আদালত প্রচুর মামলার শুনানির পরিপ্রেক্ষিতে এটা বুঝেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিছু নতুন প্রিন্ট করা কপিকে ডিজিটাইজ ডেটা হিসাবে চালাতে চাইছে।
বিচারপতি আরও জানান, সিবিআইয়ের রিপোর্টে উল্লেখ করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য এই দুর্নীতিতে পুরোপুরি যুক্ত ছিলেন । শুধু তাই নয়, বর্তমান বোর্ড মেম্বাররাও এস বসু রায় অ্যান্ড কোম্পানিকেই ওএমআর শিটের দায়িত্ব দিয়েছে । সেই জন্যই তাঁদের জিজ্ঞসাবাদের প্রয়োজন বলে উল্লেখ করেন বিচারপতির গঙ্গোপাধ্যায়। বিচারপতির নির্দেশের পরই সিবিআই দফতর নিজাম প্যালেসে নির্ধারিত সময়ের আগে পৌঁছে যান গৌতম পাল।
❤ Support Us