Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ৪, ২০২৩

জামিনের আবেদন খারিজ, জেলেই থাকতে হচ্ছে কল্যাণময়কে

আরম্ভ ওয়েব ডেস্ক
জামিনের আবেদন খারিজ, জেলেই থাকতে হচ্ছে কল্যাণময়কে

জামিন পেলেন না মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। আপাতত জেলেই থাকতে হচ্ছে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে।

শিক্ষক নিয়োগের দুর্নীতির মামলায় পর্ষদ সভাপতির জামিন খারিজ করল হাইকোর্ট।বুধবার বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অজয়কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। শুনানিতে তারা জামিনের আবেদন নাকচ করলেও সিবিআইএর ধীর গতির তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। এর আগেও ২২ ডিসেম্বর কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিন মামলার শুনানিতে আদালতের প্রশ্ন করেছিল নিয়োগ দুর্নীতিতে কল্যাণময়ের ভূমিকা নিয়ে। কিন্তু কোনো সদুত্তর দিতে পারেননি তদন্তকারী সংস্থা। এভাবে বার বার মামলা পিছানোয় আজ অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতিরা। সেই কারণে সিবিআই আধিকারিকদের দ্রুত, পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করার পরামর্শ দেন বিচারপতি জয়মাল্য বাগচী।

প্রসঙ্গত,  দশ বছর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে  সেপ্টেম্বর মাসের ১৫ তারিখে টানা জেরার পর গ্রেফতার হন তিনি। তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে । তাঁর আইনজীবী তাঁর অসুস্থতার কথা জানিয়ে আদালতে জানিয়ে ১৩ ডিসেম্বর জামিনের আবেদন করেন। বলা হয় স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহার পরামর্শক্রমেই এই নিয়োগ করা হয়েছিল। তাঁর মক্কেলের ভূমিকা এক্ষেত্রে গৌণ। কিন্তু আদালত তাঁর জামিনের আবেদন বাতিল করায় ৪ জানুয়ারির মামলার শুনানির কথা বলে। উল্লেখ্য সিবিআই এর বিশেষ আদালতেও তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছিল।  ইতিমধ্যে ১১৩ দিন কারাগারে কাটিয়ে ফেলেছেন তিনি। আদালতের আজকের রায়ে তাঁর সেই কারাবাসের দিন সংখ্যাই আরও বাড়ল। 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!