Advertisement
  • এই মুহূর্তে ন | গ | র | কা | হ | ন
  • মে ২৬, ২০২৩

শীর্ষ আদালতে আজ অভিষেকের মামলার শুনানি

আরম্ভ ওয়েব ডেস্ক
শীর্ষ আদালতে আজ অভিষেকের মামলার শুনানি

নিয়োগ দুর্নীতির মামলায় অভিযক্ত প্রাক্তন ও বহিস্কৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষিতে তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই-জিজ্ঞাসাবাদের যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, তাকে চ্যালেঞ্জ করে এবং রক্ষাকবচের আর্জি জানিয়ে গত শনিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই শনিবারই নিজাম প্যালেস সিবিআই-র জেরায় নিয়োগ দুর্নীতি মামলায় ৯ ঘণ্টা ৪০ মিনিট জেরায় হাজির হয়েছিলেন তৃণমূলের এই শীর্ষ নেতা। গত সোমবার সুপ্রিম কোর্টে বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সঞ্জয় কারোলের নেতৃত্বাধীন অবকাশকালীন বেঞ্চে প্রথম অভিষেকের আবেদন সংক্রান্ত বিষয়টি উল্লেখ করেন অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি।

সে দিন বেঞ্চ জানিয়েছিল, শুক্রবার মামলাটি শুনানি-তালিকায় থাকছে, জরুরি ভিত্তিতে শুনানি সম্ভব নয়। সেই মতো আজ, শুক্রবার এই  মামলাটি শুনানির জন্যে উঠবে শীর্ষ আদালতে উঠছে।  আজ এই মামলার শুনানি হবে বিচারপতি জেকে মাহেশ্বরী ও বিচারপতি পিএস নরসিমহার নেতৃত্বাধীন আর এক অবকাশকালীন বেঞ্চে। অর্থাৎ মামলার বেঞ্চ বদল হয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত কজলিস্ট অনুযায়ী, এই বেঞ্চের তালিকায় ৩৫ নম্বরে রয়েছে অভিষেকের মামলাটি। আগের দিন বিচারপতি বসু ও বিচারপতি কারোলের বেঞ্চে অভিষেকের তরফে বর্ষীয়ান আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি আশঙ্কা প্রকাশ করে জানিয়েছিলেন, প্রতিদিন তাঁর মক্কেলকে ডাকা হচ্ছে, আগামী দিনে তাঁকে গ্রেপ্তারও করতে পারে কেন্দ্রীয় এজেন্সি।

রাজ্য তথা দেশের রাজনীতিতে এই বিষয়টি এখন বহু চর্চিত একটি বিষয়, যেহেতু এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে গেছে।  দেশের শীর্ষ আদালত এই আবেদনে কী পদক্ষেপ করে, সে দিকে নজর রয়েছে সব পক্ষের। ইতিমধ্যে অবশ্য তৃণমূল সাংসদকে এক দফা জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তার আগে জিজ্ঞাসাবাদ এড়াতে মামলা করায় কলকাতা হাইকোর্ট ২৫ লক্ষ টাকা জরিমানারও নির্দেশ দিয়েছিল অভিষেককে। সে নিয়ে শীর্ষ আদালত কী পর্যবেক্ষণ দেয় সেই দিকে সবার নজর।


  • Tags:

Read by: 91 views

❤ Support Us
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
homepage billboard publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা