- প্রচ্ছদ রচনা
- মে ২০, ২০২২
রক্ষাকবচ পেলেন না পার্থ। এসএসসি-র শিক্ষক নিয়োগে দুর্নীতির নিয়ে বিক্ষোভে উত্তাল রাজ্য

ছবি: সংগৃহীত ।
এসএসসি-তে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে কালীঘাট এবং আচার্য সদনের সামনে বিক্ষোভ দেখায় ডিএসও এবং বিজেপি-র যুব মোর্চার সদস্যরা। এদিন উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি । কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এদিন পার্থ চট্টোপাধ্যায়ের রক্ষাকবচের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
এসএসসি-তে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে কালীঘাটে বিক্ষোভ দেখাতে শুরু করল ডিএসও-র কর্মীরা। এছাড়াও আচার্য সদন অর্থাৎ এসএসসি অফিসের সামনে বসে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি-র যুব মোর্চার সদস্যরা। সূত্রের খবর, তাঁদের কয়েকজনকে আটকও করেছে পুলিশ । সবমিলিয়ে পরিস্থিতি উত্তেজিত।
এসএসসি-র নিয়োগ দুর্নীতি মামলায় আজ একাধিক গুরুত্বপূর্ণ রায়দান করেছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি বরখাস্ত করার নির্দেশ দিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ।
উল্লেখ্য, শিক্ষক নিয়োগ মামলায় শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ জানায়, রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করা হল। এদিন থেকে তিনি আর স্কুলে প্রবেশ করতে পারবেন না। এছাড়াও দুটি কিস্তিতে তাঁকে তাঁর যাবতীয় প্রাপ্য বেতন ফেরত দিতে হবে। এই ধরনের রায় কার্যত নজিরবিহীন বলেই মনে করছে অভিজ্ঞ মহল।
অন্যদিকে, এদিনই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। যদিও এই আবেদন খারিজ করেছে ডিভিশন বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, ‘বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ রাজ্য বা তদন্তকারীদের কাছে গ্রহণযোগ্য হবে না।’
পার্থ চট্টোপাধ্যায়ের শুনানি মামলা ওঠে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে। এদিন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী জানান, এসএসসি নিয়োগ মামলায় কোথাও তৎকালীন প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাম আসেনি। অন্যদিকে, সিঙ্গল বেঞ্চ তাঁকে পদত্যাগ করা উচিত, একথা কি বলতে পারে? যদিও এদিন পার্থ চট্টোপাধ্যায়ের আবেদন খারিজ করে দিয়েছে আদালত।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, ‘রাজ্যের টাকা লুঠ করে সেই অর্থেই সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে।’ এদিন তিনি তীব্র কটাক্ষ করেন পার্থ চট্টোপাধ্যায়কে। এদিকে, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের একবার পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার পরেশ অধিকারীকেও তলব করেছিল সিবিআই ।
❤ Support Us