- দে । শ প্রচ্ছদ রচনা
- সেপ্টেম্বর ২৭, ২০২৪
উচ্চ প্রাথমিকে মেধা তালিকার ভি্ত্তিতে প্রথম দফার কাউন্সিলিং তিন অক্টোবর, বিজ্ঞপ্তি প্রকাশ স্কুল সার্ভিস কমিশনের

পুজোর আগেই ৩ এবং ৪ অক্টোবর কাউন্সেলিং হবে উচ্চ প্রাথমিকের । মোট পাঁচ দফার মধ্যে পরের তিন দফার কাউন্সিলিং হবে পুজোর পর । বিজ্ঞপ্তি প্রকাশ করে একখা জানাল স্কুল সার্ভিস কমিশন ।
২৮ আগস্ট, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল, একমাসের মধ্যেই উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করতে হবে । সেই নির্দেশ মতোই উচ্চ প্রাথমিকের ১৪ হাজার ৫২ জন প্রার্থীর মেধা তালিকার ভিত্তিতে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে । ৩ অক্টোবর আচার্য সদনে সকাল সাড়ে দশটা থেকে শুরু হবে কাউন্সিলিং । তবে প্রথম দুদিনে মেধা তালিকার প্রথম পাঁচশো জনের কাইন্সিলিং হবে । বাকিদের থাপে থাপে কাউন্সিলিং হবে পুজোর পরে ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১ অক্টোবর কমিশনের ওয়েবসাইট www.westbengalssc.com থেকে ডাউনলোড করা যাবে কাউন্সেলিং-এর ইন্টিমেশন লেটার।
ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুসারে আগামী ২১ নভেম্বরের মধ্যেই ১৪,০৫২ জন প্রার্থীর নিয়োগে চাকরি সুনিশ্চিত করতে হবে। কমিশনের ঘোষণা অনুযায়ী, শূন্যপদের সংখ্যা ১৪,৩৩৯ ।
২০১৪ সালের ৩০ জানুয়ারি উচ্চ প্রাথমিকের নিয়োগ সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। পরের বছর ১৬ আগস্ট এই পরীক্ষা হয়। এরপর স্কুল সার্ভিস কমিশন ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর মেধা তালিকা প্রকাশ করে। দুর্নীতির অভিযোগ তুলে বেশ কয়েকজন চাকরিপ্রার্থী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। এরপর মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। যার ফলে ১৪ হাজারের বেশি শূন্য পদে নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল।
সুপ্রিম কোর্ট অবশ্য কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর হস্তক্ষেপ করেনি। ফলে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের মেধা তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। এর আগে দু-দুবার মেধা তালিকা বাতিল করা হয়েছিল। শেষ পর্যন্ত তৃতীয়বার এই মেধা তালিকা প্রকাশিত হল।
মোট ১৪০৫২ জন প্রার্থীর মধ্যে ১০০ জনেরও বেশি প্রার্থীর নাম বাদ পড়ে। সাক্ষাৎকারের পর তাঁদের তথ্যে অসামঞ্জস্য ধরা পড়ে। এছাড়া অনেকের অ্যাকাডেমিক স্কোর নিয়েও সমস্যা ছিল। শংসাপত্রের সঙ্গে তাদের নম্বর পাওয়া যায়নি। এছাড়া অনেক প্রার্থী ছিল যারা নির্দিষ্ট সময়সীমা পার হওয়ার পর বিএড করেছিলেন। অনেকের প্রশিক্ষণ ও বয়সসীমা অতিক্রান্তও হয়েছে। তাদের প্রত্যেককে বাদ দিয়েই নতুন মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।
❤ Support Us