Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • মে ১, ২০২৪

অর্ণ-সোহিনী-অনির্বাণ ত্রয়ী জুটির ‘অথৈ’, মঞ্চ সফল নাটক এবার সিনেপর্দায়

আরম্ভ ওয়েব ডেস্ক
অর্ণ-সোহিনী-অনির্বাণ ত্রয়ী জুটির ‘অথৈ’, মঞ্চ সফল নাটক এবার সিনেপর্দায়

হাওড়ার ঐতিহ্যবাহী নাট্যদল ‘নটধা’-র প্রযোজনায় শেক্সপিয়ারের নাটক ‘ওথেলো’ থেকে অনুপ্রাণিত ‘অথৈ’ আগেই মঞ্চ সফল নাটক।এবার তাই মুক্তি পাবে বড়ো পর্দায় ।সদ্য প্রকাশিত হয়েছে ছবির ট্রেলার। অভিনেতা-পরিচালক অর্ণ মুখোপাধ্যায়ের নির্দেশনায়। ছবিতে তিনি নিজে থাকছেন মূল চরিত্রে। তাঁর সাথে সঙ্গতে থাকছেন সোহিনী সরকার ও অনির্বাণ ভট্টাচার্য। সোহিনী এই সিনেমায় অভিনয় করেছেন দিয়ামোনা চরিত্রে।  ডেসডিমোনার চরিত্রে থাকছেন অনির্বাণ।  কিছুটা ডার্ক নাইটের জোকারের ছায়াও থাকছে তাঁর চরিত্রে । তিনি আবার এই সিনেমার ক্রিয়েটিভ ডিরেক্টার। জুন ১৪ তেই মুক্তি পাবে প্রেক্ষাগৃহে ।

মানুষকে ভালোবাসা, মানুষের জন্য মানুষের প্রেম— এই নিয়েই আবর্তিত হতে চলেছে সমগ্র পরিবেশনাটি।২০১৬-য় ‘ওথেলো’-র  নির্যাসে  দলিত সমাজের প্রেক্ষাপটে নাটকটি তৈরি করেছিলেন অর্ণ। ইতিমধ্যেই অভিনেতা হিসেবে জনচিত্ত জয় করেছেন । ভালোবাসা, ন্যায়, মূল্যবোধের সাথে অবিশ্বাস, ঘৃণার দ্বন্দে আবর্তিত হয়েছে পরতে পরতে। সাথে থাকছে সোহিনীর অভিনয় ও দাপুটে অভিনেতা অনির্বাণের উজ্জ্বল উপস্থিতি, যাঁর  নিজেরই ঝুলিতে রয়েছে ‘মন্দার’-এর মত ওটিটি সফল চলচ্চিত্রে নির্দেশনার খ্যাতি।  রুপোলী পর্দায় বর্তমান যুগের তিন অন্যতম সেরা অভিনেতা- অভিনেত্রীর উপস্থিতি একসাথে উপভোগ করার জন্য মুখিয়ে আছেন অনুরাগীরা। এর আগে, শেক্সপিয়ারের ওথেলো নাটক অবলম্বনে বাংলা সিনে পর্দায় রঞ্জন ঘোষ পরিচালিত হৃদমাঝারে চলচ্চিত্রায়িত হয়েছিল ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!