- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ২৭, ২০২৪
অমিত শাহের বঙ্গসফর হঠাৎ বাতিল! জানালেন সুকান্ত মজুমদার
রবিবার ২৮ জানুয়ারি, রবিবার কলকাতায় আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতা অমিত শাহর। সোমবার পূর্ব মেদিনীপুরের মেচেদায় জনসভা করার কথা ছিল অমিত শাহর। কিন্তু আচমজাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কলকাতা সফর বাতিল হয়ে গেল।
বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, “রবিবার রাজ্যে আসছেন না অমিত শাহ। মেচেদায় তাঁর সোমবার যে সভা করার কথা ছিল, সেই সভা পরে হবে। দেশে পরিবর্তীত রাজনৈতিক পরিস্থিতির জন্যই অমিত শাহ বঙ্গ সফর বাতিল করেছেন।”
গত দুদিন ধরে বাংলার প্রতিবেশী রাজ্য বিহারে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। দেড় বছরের মাথায় “মহাগঠবন্ধন” ছেড়ে নীতীশ কুমার ফের বিজেপির হাত ধরার দিকে এগোচ্ছেন। শনিবারই রাজ্যপালের কাছে ইস্তফাপত্র দিতে পারেন নীতশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রীকে আবার এনডিএতে ফেরত আপত্তি নেই বিজেপির শীর্ষ নেতৃত্বের। বিজেপি সূত্রের খবর, রবিবার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন নীতীশ। রবিবার সকালে জেডিইউ পরিষদীয় দলের বৈঠক ডেকেছেন তিনি। সোমবার বিজেপির সমর্থন নিয়ে আবারও মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন নীতীশ। বিহারে রাজনৈতিক পটপরিবর্তনের কারণে শাহের বাংলা সফর পিছিয়ে দেওয়া হয়েছে। সুকান্ত মজুমদারও তাঁর বক্তব্যে অমিত শাহর বাংলায় না আসার পিছনে একই যুক্তি দিয়েছেন।
❤ Support Us