Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ১৮, ২০২৪

রাহুলের ন্যায় যাত্রা নিয়ে দুই কমিটি গড়ল রাজ্য কংগ্রেস

আরম্ভ ওয়েব ডেস্ক
রাহুলের ন্যায় যাত্রা নিয়ে দুই কমিটি গড়ল রাজ্য কংগ্রেস

রাহুল গান্ধির “ভারত জোড়ো ন্যায় যাত্রা” আগামী ২৫ জানুয়ারি পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। এই যাত্রাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি অধীর রঞ্জন চৌধুরী “ন্যায় কমিটি” এবং “ওয়ার রুম কমিটি” নামের দুটি কমিটি গঠন করেছেন। বুধবার রাতে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির তরফে বিজ্ঞপ্তি জারি করে এই কমিটি গঠনের বিষয়টি জানানো হয়েছে।
“ন্যায় কমিটি”-র অন্তর্গত আরও কয়েকটি সাব কমিটি গঠন করে কমিটির দায়িত্বপ্রাপ্তদের নামও জানিয়ে দেওয়া হয়েছে। এই কমিটির কাজ হবে ভারত জোড়ো ন্যায় যাত্রার অনুমতির ব্যবস্থা করা, যাত্রাপথের ম্যাপ তৈরি করা, আগতদের খাবারের ব্যবস্থা করা এবং সংবাদ মাধ্যমের সঙ্গে সমন্বয় রক্ষা করা।
ওয়ার রুম কমিটির কাজ হচ্ছে সমস্ত কাজ যাতে সঠিক ভাবে সম্পন্ন হয় তার জন্য নিবিড় ভাবে নজরদারি চালানো। দুটো কমিটিতে সারা রাজ্যের থেকেই সদস্যদের রাখা হয়েছে।

গত ১৪ জানুয়ারি মণিপুরের থৌবল জেলা থেকে কংগ্রেস সাংসদের এই ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হয়। এখন নাগাল্যান্ডে রয়েছেন রাহুল গান্ধি। এর পর অসম, অরুণাচল প্রদেশ এবং মেঘালয় হয়ে যাত্রা ২৫ জানুয়ারি পশ্চিমবঙ্গে ঢুকবে। কেচবিহার জেলার বক্সিরহাট দিয়ে বাংলায় ঢুকবেন রাহুল গান্ধি।

৬৭ দিন ধরে ১৫টি রাজ্যের ১১০টি জেলা ছুঁয়ে মার্চ মাসের ২০-২১ তারিখে মুম্বইয়ে পৌঁছে শেষ হবে ভারত জোড়ো ন্যায় যাত্রা। এই যাত্রার মাধ্যমে লোকসভা ভোটের আগে দেশের প্রায় ১০০টি লোকসভা কেন্দ্রে পৌঁছতে চাইছেন কংগ্রেস সাংসদ। ২৫ জানুয়ারি পশ্চিমবঙ্গে ঢোকার কথা রয়েছে রাহুলের। বাংলায় দু’দিন থেকে বিহারে যাওয়ার কথা প্রাক্তন এআইসিসি সভাপতির। সেখান থেকে আবার তিনি পশ্চিমবঙ্গে ফিরে তিন দিন এখানেই পদযাত্রা করবেন। এই যাত্রায় পশ্চিমবঙ্গের মোট সাতটি জেলায় ৫২৩ কিলোমিটার পথ অতিক্রম করার পরিকল্পনা রয়েছে কংগ্রেস নেতার। এর আগে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে রাহুল গান্ধির নেতৃত্বে “ভারত জোড়ো যাত্রা” করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। সে বার ওই যাত্রা ১২টি রাজ্যের ৭৫টি জেলার উপর দিয়ে গিয়েছিল। রাহুল গান্ধি জানান, প্রথমবার যাত্রার পথ ছিল কন্যাকুমারী থেকে কাশ্মীর। তখনই তাঁকে বিভিন্ন রাজ্য থেকে সাধারণ মানুষ ও কংগ্রেস সমর্থকরা পূর্ব থেকে পশ্চিম আর একটি যাত্রা করতে অনুরোধ করেন। তারপর এআইসিসি থেকে আবার এই যাত্রার জন্য তাঁকে বলা হয়। তাই “ভারত জোড়ো ন্যায় যাত্রা” তিনি শুরু করেছেন মণিপুর থেকে মুম্বাই যার যাত্রাপথ। এই যাত্রার লক্ষ্য, “মানুষের জন্য ন্যায় প্রতিষ্ঠা”, যা করতে ব্যর্থ নরেন্দ্র মোদি সরকার, বলেছেন রাহুল গান্ধি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!