- এই মুহূর্তে
- জানুয়ারি ১৫, ২০২২
বিয়েবাড়িতে কড়াকড়ি শিথিল। পিছিয়ে গেল ৪ পুরভোট।
রাজ্যে বাড়ল বিধিনিষেধের মেয়াদ। নৈশ কার্ফু বহাল।
কোভিড বিধিনিষেধ বানিয়ে দিল রাজ্যে। নৈশ কার্ফু আগের মতোই ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে । শুরু হবে রাত ১০টায়, শেষ ভোর ৫টায়। ৫০ জনের পরিবর্তে বিয়েবাড়িতে ২০০জন উপস্থিত থাকতে পারবেন। ফাঁকা জায়গায় মেলা করা যাবে।ভোটের নির্ঘন্ট নিয়ে হাইকোর্টের পরামর্শ মেনে পুরভোট পিছিয়ে দিল নির্বাচন কমিশন।
বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর এবং আসানসোল পুরনিগমের ভোট ২২ জানুয়ারি বদলে, ১২ ফ্রেরুয়ারি ভোট হবে । এই মর্মে বিজ্ঞপ্তিও জারি হয়েছে । ভোট পিছিয়ে দেওয়া হলেও নতুন করে মনোনয়ন জমা দেওয়া যাবে না। নির্বাচনবিধি ও কোভিড বিধি বহাল থাকবে।
❤ Support Us