- এই মুহূর্তে দে । শ
- জুন ৯, ২০২৩
পঞ্চায়েতে একটি মনোনয়ন জমা দেওয়ার গড় সময় ৩৯.৬ সেকেন্ড। হিসেবে কষে দেখিয়ে দিলেন সিপিএম নেতা শমীক লাহিড়ী

রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়েই তার পরের দিন পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করে দিলেন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশিনার রাজীব সিনহা। মনোনয়নের জন্য মাত্র ৬দিন ৪ ঘণ্টা করে ২৪ ঘণ্টা সময় দিলেন।মনোনয়নের জন্য এই স্বল্প সময় দেওয়ার ঘটনাকে অপরিণত সিদ্ধান্ত বলে রাজীব সিনহাকে সমালোচনা করেছেন বিরোধী নেতারা।
এদিকে সিপিএম এর দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক শমীক লাহিড়ী রীতিমতো একটি হিসেবে দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে রাজ্য নির্বাচন কমিশন যে সময় দিয়েছে সেটা বাস্তবে পর্যাপ্ত যেমন নয়। একটি মনোনয়ন জমা দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে মাত্র ৩৯.৬ সেকেন্ড।
শমীক লাহিড়ীর দেওয়া পরিসংখ্যান :-
রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে মোট আসন সংখ্যা ৭৩, ৮৮৭ টি
- গ্রাম পঞ্চায়েত ৬৩২২৯টি
- পঞ্চায়েত সমিতি ৯৭৩০টি
- জেলা পরিষদ ৯২৮টি
একটি আসনে যদি ন্যূনতম ১০ জন প্রার্থীও মনোনয়ন পত্র জমা দেয়, তাহলে ৭৩৮৮৭০ টি মনোনয়ন জমা হবে ৩৪১টি ব্লকে।এর জন্য আগামী ৬ দিনে বরাদ্দ সময় মোট ২৪ ঘন্টা (৬ দিন ৪ ঘন্টা করে) অর্থাৎ ১৪৪০ মিনিট। তার মানে একটি মনোনয়ন পত্র জমা করার জন্য ১৪৪০÷ ৭৩৮৮৭০ = ০০.০০১৯ মিনিট × ৩৪১= ০.৬৬ মিনিট। অর্থাৎ ৩৯.৬ সেকেন্ড
মনোনয়ন পত্র ৩ পাতার, ঘোষণা পত্র আরও ৩ পাতা। মোট ১০/১২ টি বিষয়।এর সাথে ভোটার তালিকা, ভোটার কার্ড, শংসাপত্র থাকবে। অর্থাৎ ৯/১০ পাতার মোট প্রায় ২০টি বিষয় (field) চেক করে তারপর ফর্ম স্বাক্ষর করে ফেরত দিতে হবে রিটার্নিং অফিসারকে। যদি তিনি ১০ জন সহকারীকেও ব্যবহার করেন স্বাক্ষর করতে হবে তাঁকেই। তাহলেও ৩৯×১০= ৩৯০ সেকেন্ড মানে ৬মিনিট সময় পাওয়া যাবে। এটা কি সম্ভব?
কমিশনার মশাই কি কোয়ান্টাম কম্পিউটার আনার ব্যবস্থা করেছেন, মনোনয়ন পত্র জমা নেওয়ার জন্য এই প্রশ্ন রেখেছেন শমীক লাহিড়ী।
শমীক লাহিড়ীর এই বক্তব্য যে যুক্তিপূর্ণ সেটা শুক্রবার আদালতেও প্রমাণ হয়েছে।কলকাতা হাই কোর্ট তাদের প্রাথমিক পর্যবেক্ষণে জানিয়ে দিয়েছে, মনোনয়নের জন্য যে সময় দেওয়া হয়েছে সেটা পর্যাপ্ত নয়। রাজ্য নির্বাচন কমিশন বিষয়টি পুনর্বিবেচনা করুক। সোমবার রাজ্যকে এই বিষয়ে তাদের অবস্থান জানাতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।
❤ Support Us