Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ১৪, ২০২৩

২৮ অক্টোবর ডার্বি আয়োজনে সম্মতি দিল না রাজ্য সরকার

আরম্ভ ওয়েব ডেস্ক
২৮ অক্টোবর ডার্বি আয়োজনে সম্মতি দিল না রাজ্য সরকার

২৮ অক্টোবর আইএসএল ডার্বি নিয়ে তৈরি হল অনিশ্চয়তা। রাজ্যের ক্রীড়া ও যুবকল্যানমন্ত্রী অরূপ বিশ্বাস পরিস্কার জানিয়ে দিয়েছেন, রাজ্যে পুজোর ছুটির দিনগুলিতে কোনও ম্যাচ আয়োজন করা যাবে না। ফলে পুজোর ছুটির মধ্যে আইএসএল ম্যাচ নিয়ে নতুন করে তৈরি হল সংশয়। শুধু আইএসএল ম্যাচই নয়, ২৪ অক্টোবর এএফসি কাপে মোহনবাগান ও বসুন্ধরা কিংস ম্যাচ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
বৃহস্পতিবার নব মহাকরণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘‌১৮ অক্টোবর থেকে রাজ্য সরকারের পুজোর ছুটি পড়ছে। ফলে এই দিন থেকে রাজ্য সরকারের ছুটি গুলোতে কোনও ম্যাচ আয়োজন করা সম্ভব নয়। কারণ ম্যাচের দিনগুলিতে ক্রীড়া দফতরের আধিকারিকদের গুরুত্বপূর্ম ভূমিকা থাকে। আধিকারিকদেরও পরিবার রয়েছে। ফলে পুজোর ছুটির দিনগুলিতে তাঁদের ছুটি বাতিল করে ম্যাচ আয়োজন করা যাবে না।’‌
২১ অক্টোবর আইএসএলে কলকাতায় ইস্টবেঙ্গল–এফসি গোয়া ম্যাচ রয়েছে। ২৪ অক্টোবর এএফসি কাপে মোহনবাগান বনাম বসুন্ধরা কিংস ম্যাচ। তারপর ২৮ তারিখে ইস্টবেঙ্গল–মোহনবাগান ডার্বি। এই ম্যাচ নিয়ে ক্রীড়ামন্ত্রী বলেন, ‘‌ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে ম্যাচগুলি বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে করার জন্য আবেদন করেছিল। রাজ্য ক্রীড়া দফতরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তা সম্ভব নয়।’‌
আইএসএলে কলকাতা ডার্বির ম্যাচের সময় রাত ৮টা থেকে। অত রাতে ম্যাচ নিয়েও আপত্তি ক্রীড়ামন্ত্রীর। অরূপ বিশ্বাস বলেন, ‘‌অত রাতে খেলা দেখে দর্শকরা কীভাবে বাড়ি ফিরবেন?‌ সম্প্রচারকারী সংস্থার স্বার্থকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ফুটবলপ্রেমীদের কথা ভাবা হচ্ছে না। মানুষকে ফুটবলবিমুখ করার চেষ্টা চলছে।’‌ এশিয়ান গেমসে ভারতীয় দলে বাংলা থেকে রহিম আলি ছাড়া আর কোনও ফুটবলারকে সুযোগ না দেওয়ায় ক্ষুব্ধ ক্রীড়ামন্ত্রী।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!