- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ৩০, ২০২৪
রাজ্য সরকারের লোকপ্রসার প্রকল্পের শিল্পীদের দিয়ে ডেঙ্গি প্রতিরোধে সচেতনতার পাঠ

ডেঙ্গির থাবা জেলায় জেলায় উদ্বেগ বাড়িয়েছে। বর্ষার শুরু থেকে এরাজ্যে ডেঙ্গির প্রকোপ দেখা দেয়। এই সময় মশার উপদ্রব বাড়ে। স্বাস্থ্য দপ্তর আগে থেকেই সতর্কতা জারি করেছে। পুরসভা, পঞ্চায়েত, প্রশাসন থেকে ডেঙ্গি মোকাবিলায় কর্মসূচি নেওয়া হয়েছে। সরকারি হাসপাতালে বিনামূল্যে রক্ত পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এবার ডেঙ্গি সচেতনতায় গান বেঁধে পথে নামলেন বাউল শিল্পীরা। গ্রামে গ্রামে ডেঙ্গি মোকাবিলায় করণীয় কী তা গানের মাধ্যমে প্রচারেও নামলেন তাঁরা। রাজ্য সরকারের লোক প্রসার প্রকল্পের স্বীকৃত লোকশিল্পীদের ডেঙ্গি প্রতিরোধে প্রচারের কাজে নামালো বসিরহাট মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর। আজ, উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ব্লকের ধামাখালির জেটিঘাটে প্রচার করেন লোকশিল্পীরা। তাতে ভালোই সাড়া পড়েছে সাধারণ লোকজনের মধ্যে। বসিরহাট মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক রমা দত্ত বলেন, মশাবাহিত রোগ ডেঙ্গির সচেতনতা গড়তে রাজ্য সরকার লোকশিল্পীদের দিয়ে প্রচারের উদ্যোগ নিয়েছে। লোক প্রসার প্রকল্পের নথিভুক্ত শিল্পীরা এই প্রচারের কাজে নামছেন। মোট ৬০ দিন প্রচার হবে। মাসে ১৫ দিন অর্থাৎ ৪ মাস ধরে প্রচার করা হবে মহকুমার সব ব্লক ও পুরসভার জনবহূল এলাকায়। ৫/৬ জনের লোকশিল্পীদের দল প্রচারে অংশ নেবেন। তিনি বলেন, এর জন্য লোকশিল্পীরা মাসিক যে ভাতা পান তার বাইরে অতিরিক্ত ১০০০ টাকা করে পারিশ্রমিক পাবেন। এতে একদিকে যেমন ডেঙ্গি প্রতিরোধে মানুষ সচেতন হবেন তেমনি তেমনি লোকশিল্পীদেরও কাজের সুযোগ বাড়ল। পাশপাশি বসিরহাটে ডেঙ্গি প্রতিরোধে স্বাস্থ্য বিভাগ, পুরসভা ও পঞ্চায়েত গুলিও নানা কর্মসূচি নিয়েছে। বসিরহাট পুরসভার উদ্যোগে মাইকে লাগাতার প্রচার করা হচ্ছে। পুরসভার স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি খোঁজ চালাচ্ছেন কারও অসুস্থতা , জ্বর ইত্যাদি আছে কি না। নিকাশি নালা পরিস্কার, ব্লিচিং, ছড়ানোর কাজ চলছে।
❤ Support Us