- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ৩০, ২০২৩
২০২৪ শিক্ষা বর্ষ থেকে স্কুলে ভর্তির ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি রাজ্যে
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার স্কুলে ভর্তির ক্ষেত্রে নিয়ম কঠোর করল। এমনিতেই রাজ্যে স্কুলে ভর্তির জন্য একটি নির্দিষ্ট বয়স সীমা আছে। তবে নতুন নির্দেশিকা জারি করে সরকার স্কুলে ভর্তির বয়স সীমা স্কুলে ভর্তির শ্রেণি ধরে উল্লেখ করে দিয়েছে। সেখানে সাধারণ পড়ুয়া ও বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের ক্ষেত্রে আলাদা করে ভর্তির বয়স নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। ফলে স্কুলে ভর্তির বিষয়টি পূর্বের তুলনায় অনেকটাই কঠোর হবে চলেছে।
কেন্দ্রীয় সরকারের তরফে জাতীয় শিক্ষা নীতির উপর ভিত্তি করে আগেই দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে জানিয়ে দেওয়া হয়েছিল যে ছয় বছর বা তার বেশি বয়সে স্কুলগুলোতে প্রথম শ্রেণিতে পড়ুয়া ভর্তি করা যাবে। মূলত শিশুদের উপর পড়াশোনা জনিত চাপ হ্রাস করতেই এই উদ্যোগ কেন্দ্রীয় সরকার নিয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্তকে শিক্ষক ও অভিভাবকদের একটা বড় অংশ স্বাগত জানিয়েছে।
রাজ্য শিক্ষা দফতর কেন্দ্রের এই নির্দেশিকা অনুসারেই রাজ্যের শিক্ষা দফতর একটি নিজস্ব নির্দেশিকা স্কুলে ভর্তির ক্ষেত্রে তৈরি করেছে। সেই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে কোন বয়ের ছেলে মেয়েরা কোন শ্রেণিতে পড়তে বা ভর্তি হতে পারবে।
২০০৯ সালের শিক্ষার অধিকার আইনে বলা আছে ৬ থেকে ১৪ বছরের শিশু পড়ুয়াদের তাদের বাড়ির কাছাকাছি স্কুলে ভর্তি করা যাবে। বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের ক্ষেত্রে এই বয়স সীমা ৬ থেকে ১৮ বছর করা আছে। এই বয়সেই পড়ুয়াদের প্রাক প্রাথমিক ও প্রাথমিকে ভর্তির নিয়ম চালু আছে। যদিও দীর্ঘদিন ধরেই এই নিয়ম রাজ্যের মানুষের সবাই যে মেনে নেন তা নয়। ২ থেকে আড়াই বছরে শহর ও শহরতলীর বাচ্চারা প্লে হাউসে যাচ্ছে। ৫ বছরে প্রথম শ্রেণিতে পড়ছে এমন অসংখ্য উদাহরণ রাজ্যে রয়েছে।
পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষা দফতরের তরফে যে নতুন স্কুলে ভর্তির নির্দেশিকা জারি করা হয়েছে, তাতে উল্লেখ করা হয়েছে প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর বা তার বেশি। ৭ বা ৮ বছরে দ্বিতীয় শ্রেণিতে ভর্তি হওয়া যাবে। তৃতীয় শ্রেণিতে ভর্তির বয়স রাখা হয়েছে ৮ বা ৯ বছর। ৯ থেকে ১০ চতুর্থ শ্রেণিতে ভর্তি হতে পারবে। ১০ থেকে ১১ পঞ্চম শ্রেণি, ১১ থেকে ১২ ষষ্ঠ শ্রেণি, ১২ থেকে ১৩ সপ্তম শ্রেণি এবং ১৩ থেকে ১৪ বছর বয়সের ছেলে মেয়েরা অষ্টম শ্রেণিতে ভর্তি হতে পারবে।
রাজ্য সরকারের স্কুলে ভর্তির এই নতুন নির্দেশিকায় তাই খুব স্বাভাবিক ভাবেই এই নিয়মে ১৪ থেকে ১৫ নবম, ১৫ থেকে ১৬ দশম শ্রেণিতে পড়ুয়ারা পড়বে এবং মাধ্যমিক পরীক্ষা দেবে ১৫+ বয়সের বদলে ১৬+ বয়সে। তারপর কারও যদি কোনও বছর নষ্ট হয় তার ক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার বয়সটা আরও বেশি হয়ে যেতে বাধ্য রাজ্য সরকারের নতুন এই নির্দেশিকায়।
রাজ্য সরকারি, সরকার পোষিত সব স্কুলে ২০২৪ এর শিক্ষা বর্ষে প্রাক প্রাথমিক থেকে শুরু করে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সমস্ত স্কুলে ভর্তির ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে। আর এই ছাত্র-ছাত্রদের স্কুলে ভর্তির বয়স নির্ধারণ হবে ০১/০১/২০২৪ অনুযায়ী।
❤ Support Us