Advertisement
  • দে । শ
  • সেপ্টেম্বর ৭, ২০২৪

জেলা ভিত্তিক লোকশিল্পীদের সম্মেলন শুরু

আরম্ভ ওয়েব ডেস্ক
জেলা ভিত্তিক লোকশিল্পীদের সম্মেলন শুরু

জেলা ভিত্তিক লোকশিল্পীদের সম্মেলন অনুষ্ঠিত হল উত্তর ২৪ পরগনার বারাসতে। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে উত্তর ২৪ পরগনা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর বারাসত রবীন্দ্র ভবনে জেলা ভিত্তিক লোকশিল্পাদের এই সম্মেলনের আয়োজন করেন। শুক্রবার সম্মেলনের উদ্বোধন করেন উত্তর ২৪ পরগনার অতিরিক্ত জেলা শাসক (‌সাধারণ)‌ মণীশ মিশ্র। উপস্থিত ছিলেন মহকুমা শাসক (‌সদর)‌ সোমা দাস, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক পল্লব পাল, মহকুমা তথ্য সাংস্কৃতিক আধিকারিক (‌বারাসত সদর)‌ গোলাল সাহা, বসিরহাট মহকুমা তথ্য সাংস্কৃতিক আধিকারিক রমা দত্ত প্রমুখ । এছাড়াও জেলা উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং জেলার অন্যন্য মহকুমা তথ্য সাংস্কৃতিক আধিকারিকরা সম্মলনে ছিলেন। রাজ্য সরকারের লোক প্রসার প্রকল্পের আওতায় থাকা শিল্পীদের দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তর ২৪ পরগনার জেলা তথ্য সাংস্কৃতিক আধিকারিক পল্লব পাল জানান, ‌জেলার ৫ টি মহকুমা থেকে ৫০০ লোকশিল্পী সম্মেলন প্রতিনিধিত্ব করেন।‌ তিনি বলেন, ‘‌ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ভিত্তিক গানের মানোন্নয়ন লক্ষ্যে লোক শিল্পীদের যথাযথ প্রশিক্ষণ দেওয়াই এই সম্মেলনের উদ্দেশ্য।’ বসিরহাট, বনগাঁ, ব্যারাকপুর, বারাসত, বিধাননগর থেকে লোকশিল্পীরা সম্মলনে যোগ দেন।। বাউল ভাটিয়ালি ছাড়াও অন্যান্য আঙ্গিকের শিল্পীদের কী ভাবে প্রচারের কাজে আনা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!