- এই মুহূর্তে দে । শ
- মে ১৩, ২০২৪
রেশন দুর্নীতি কান্ডে হাইকোর্টে রিপোর্ট জমা রাজ্যের, ২৪ জুন পরবর্তী শুনানি

রেশন দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য। রিপোর্টে রাজ্য উল্লেখ করেছে, এখনও পর্যন্ত মোট ৮৭টি অভিযোগ দায়ের হয়েছে। চার্জশিট দাখিল হয়েছে ৬৫টি মামলায়। বর্তমানে ২০টি মামলার তদন্ত চলছে।
সোমবার রেশন দুর্নীতি মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে ছিল মামলা। তিনি ইডিকে ১৭মের মধ্যে এ বিষয়ে রিপোর্ট জমা দিতে বলেছেন। দুর্নীতি নিয়ে দায়ের হওয়া ৬টি মামলার তদন্তে স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়েছে ২৪ মে পর্যন্ত। ২৪ জুন মামলার পরবর্তী শুনানি।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রেশন দুর্নীতি মামলার তদন্তভার নিজেদের হাতে চেয়ে আদালতে আবেদন জানায়। তাদের সেই আবেদনের ভিত্তিতেই সোমবার রাজ্যের তরফে আইনজীবী আদালতে রিপোর্ট পেশ করেছেন।
এর আগে রেশন দুর্নীতির ছয়টি মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল আদালত। বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়েছিলেন, ওই মামলাগুলির তদন্ত করার অধিকার রাজ্য পুলিশেরও নেই। এখনও পর্যন্ত কোনো মামলায় পুলিশ যদি তদন্ত শুরু করেও থাকে, সেগুলি স্থগিত থাকবে। এমনকি নিম্ন আদালতেও চালানো যাবেনা কোনো বিচার প্রক্রিয়া। এর আগে ইডির বক্তব্য ছিল ওই ছয়টি মামলার তদন্ত চলাকালীন পুলিশ তথ্য প্রমাণ থাকা সত্বেও কাউকে গ্রেপ্তার করেনি। নেওয়া হয়নি কোনো পদক্ষেপও। এরপরেই আদালত এই মামলায় পুলিশি হস্তক্ষেপে নিষেধাজ্ঞা জারি করে।
প্রসঙ্গত, এই দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত বছর ২৭ অক্টোবর গ্রেপ্তার হন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । পরে পুলিশ হেফাজতে নেয় তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানকে। প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ছিল যে তাঁর দপ্তরে ব্যাপক দুর্নীতি হয়েছে রেশন বণ্টনে, যা তিনি জানা সত্বেও কোনো ব্যবস্থা নেননি।
❤ Support Us