- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ১৯, ২০২৩
আদালতে রানিনগরে পঞ্চায়েত সমিতি নির্বাচনের দিন জানাল রাজ্য । পুলিশি নিরাপত্তায় জেলবন্দি সভাপতির ভোটদানের নির্দেশ বিচারপতির

পঞ্চায়েত নির্বাচনের পর এবার স্থায়ী সমিতি গঠনেও আদালতকে নির্দেশ দিতে হচ্ছে। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল মঙ্গলবার। এদিন রানিনগরে পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটির নির্বাচনের দিনক্ষণ ঠিক করে আদালতে জানাল রাজ্য সরকার। আগামী ২৭ সেপ্টেম্বর ভোট হবে। এদিন বিচারপতি নির্দেশ দেন, জেলবন্দি পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলিকে বাইরে নিয়ে এসে ভোটদানের ব্যবস্থা করতে হবে। ওই দিন পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা করতে হবে বলে নির্দেশ দেন। প্রসঙ্গত পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলি জানিয়েছিল, পুলিশ তাঁকে তৃণমূলে যোগ দিতে চাপ দিচ্ছে।
গত শুক্রবার আদালতে এই সংক্রান্ত মামলার শুনানিতে কলকাতা হাই কোর্ট নির্দেশ দেয়, নতুন করে স্থায়ী সমিতির নির্বাচনের দিন ঠিক করা হোক। এই আবেদন ছিল রানিনগর পঞ্চায়েত সমিতির কংগ্রেসের সদস্যদের। এর আগে পঞ্চায়েত বোর্ড গঠনে বাধা দেওয়ার অভিযোগে এবং কংগ্রেস নেতা কর্মীদের গ্রেপ্তারির ঘটনায় আদালতের দ্বারস্থ হয়েছিল কংগ্রেস। পাশাপাশি সভাপতির জামিনের জন্য আবেদন করা হয়েছিল। তিনি যদি জামিন না পান তাহলে যেন তাঁকে নির্বাচনের দিন জেল থেকে হাজির করা হয় সেই আর্জিও জানানো হয়। উল্লেখ্য, স্থায়ী সমিতি গঠনের জন্য গত সপ্তাহে বৈঠক ডেকেছিলেন তৃণমূলের সদস্যরা। তার আগেই পঞ্চায়েত সমিতির সভাপতি পদে সদ্য নির্বাচিত কংগ্রেস সদস্য কুদ্দুসকে মিথ্যা মামলায় জড়িয়ে হেফাজতে নেওয়া হয়েছে বলেও হাই কোর্টে অভিযোগ জানানো হয়।
রানিনগর-২ পঞ্চায়েত সমিতির মোট সদস্য সংখ্যা ৪২। এই পঞ্চায়েত সমিতিতে বাম-কংগ্রেস জোট সংখ্যাগরিষ্ঠ হলেও পরে কয়েক জন সদস্য তৃণমূলে গিয়ে যোগ দেন। গত শুক্রবার সভাপতি নির্বাচনে জয়ের পরে কংগ্রেস এবং বাম কর্মী-সমর্থকদের মিছিল ঘিরে অশান্তি হয় রানিনগরে। তার পরই কুদ্দুস-সহ ৩১ জন বিরোধী নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানিতে কংগ্রেসের আইনজীবী মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় জানান, ওই সদস্যেরা ভোটাভুটিতে অংশ নিতে চান। সেইমতো রাজ্যের ধার্য করা নির্বাচনের দিন তাঁরা যাতে সুষ্ঠুভাবে দিতে পারেন, তা নিয়ে কড়া নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা।
❤ Support Us