- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ১২, ২০২৪
কাটোয়ায় রাজ্য কবিয়াল মেলা ও কর্মশালা
কাটোয়ায় শুরু হল রাজ্য কবিয়াল মেলা ও কর্মশালা। পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় কাটোয়া মহকুমা গ্রন্থাগারে শুরু হওয়া মেলা ও কর্মশালাটি চলবে তিন দিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মণ্ডল, কাটোয়ার মহকুমাশাসক অহিনসা জৈন, কাটোয়ার পুরপ্রধান সমীরকুমার সাহা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু কোনার ও মাম্পি রুদ্র। এই কর্মশালায় পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলা-সহ মোট ১০০ জন কবিগানের শিল্পী যোগ দিয়েছেন। জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মণ্ডল জানালেন, ‘কবিগানের শিল্পীদের মান উনন্নয়নের মাধ্যমে এই লোকগানকে আরও প্রসারিত করার জন্যই এই বিশেষ কর্মশালা।’ রাজ্য স্তরের কর্মশালা জেলায় আয়োজনের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কৃতজ্ঞতা জানাচ্ছেন যোগদানকারী কবিগানের শিল্পীরা। এই কর্মশালার মাধ্যমে তারা উপকৃত হবেন বলে জানালেন শিল্পীরা। যে সমস্ত শিল্পীরা দূর-দূরান্ত থেকে এসেছেন তাদের জন্যে রাতে থাকা-খাওয়ার ব্যাবস্থাও করেছেন আয়োজকরা।
❤ Support Us