- দে । শ প্রচ্ছদ রচনা
- মে ৩১, ২০২৪
শেষ দফা নির্বাচনে নজিরবিহীন নিরাপত্তার ঘেরাটপে কলকাতা সহ ৯ কেন্দ্রে । শনিবার দেশ জুড়ে ৯০৪ প্রার্থীর অগ্নিপরীক্ষা

আগামীকাল দেশজুড়ে সপ্তম তথা শেষ দফার লোকসভা নির্বাচন । ফল প্রকাশ ৪ জুন । তাই শেষ দফা নিয়ে স্বভাবতই উত্তেজনার পারদ চড়ছে । সবকটি রাজনৈতিক দল নির্বাচনী প্রচার সেরে এখন তাকিয়ে আছে আগামীকালের ভোটগ্রহণের দিকে।
এক নজরে দেখে নেওয়া যাক কাল কোন কোন রাজ্যে রয়েছে শেষ দফা নির্বাচন:
এ দফায় ৭ টি রাজ্য ও ১ টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭ আসনে হবে ভোটগ্রহণ । শুরু হবে সকাল সাতটা থেকে, শেষ হবে সন্ধ্যা ৬টায় । আগামীকাল মোট ৯০৪ জন প্রার্থীর অগ্নিপরীক্ষা হতে চলেছে । যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হবে – পশ্চিমবঙ্গ, বিহার, চন্ডীগড়, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, ওডিশা, পঞ্জাব ও উত্তর প্রদেশ । পশ্চিমবঙ্গের ৯ আসনে হবে ভোটগ্রহণ, বিহারের ৮ , চন্ডীগড় (কেন্দ্রশাসিত অঞ্চলের) ১ , হিমাচল প্রদেশের ৪ , ঝাড়খণ্ডের ৩ , ওডিশার ৬ , পঞ্জাবের ১৩ এবং উত্তর প্রদেশের ১৩ ।
একাধিক হেভিওয়েট প্রার্থী এবারে সপ্তম দফার নির্বাচনে লড়াই করছেন। এদের মধ্যে যার দিকে সারা দেশের নজর, তিনি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এই নিয়ে তৃতীয়বার বারানসী কেন্দ্র থেকে লড়ছেন তিনি । প্রতিপক্ষ কংগ্রেসের অজয় রাই । লড়ছেন কঙ্গনা রানাউত। হিমাচল প্রদেশের মান্ডি আসনের বিজেপি প্রার্থী তিনি। গোরক্ষপুরে বিজেপির প্রার্থী ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেতা রবি কিষাণ । হিমাচলের হামিরপুর থেকে বিজেপির টিকিটে লড়ছেন অনুরাগ ঠাকুর । কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ লড়ছেন বিহারের পাটনা থেকে। প্রতিপক্ষ স্পিকার মীরা কুমারের পুত্র অনশুল অভিজিত, যিনি লড়ছেন কংগ্রেসের টিকিটে। পাটলিপুত্রে লড়ছেন লালু কন্যা মিসা ভারতী। রাষ্ট্রীয় জনতা দলের হয়ে লড়ছেন তিনি। পাঞ্জাব রাজ্যের খাদুর সাহিব থেকে লড়ছেন জেলবন্দি বিতর্কিত খালিস্তানি নেতা নির্দল প্রার্থী অমৃতপাল সিং ।
পশ্চিমবঙ্গে ডায়মন্ডহারবার থেকে তৃণমূলের টিকিটে তৃতীয়বার সাংসদ হওয়ার লড়াই লড়ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । দমদম কেন্দ্রে তৃণমূল প্রার্থী বর্ষীয়ান রাজনীতিবিদ সৌগত রায় বনাম সিপিএমের সুজন চক্রবর্তী বনাম বিজেপির শীলভদ্র দত্ত । বারাসাত কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার, বিজেপির স্বপন মজুমদার, বাম-কংগ্রেসের প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায় । নজরে থাকবে যাদবপুর কেন্দ্রও । সেখানে লড়াই ঘাস ফুল শিবিরের সায়নী ঘোষ বনাম বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য বনাম পদ্ম শিবিরের অনির্বাণ গাঙ্গুলির মধ্যে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের এলাকা দক্ষিণ কলকাতা কেন্দ্র । এখানে লড়াই তৃণমূলের মালা রায় বনাম বামেদের সায়রা শাহ হালিম বনাম বিজেপির দেবশ্রী রায়চৌধুরীর ।
তবে রাজ্য রাজনীতির সবচেয়ে বড় ইস্যু হল বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালি, যেখানে এবার লড়াই তৃণমূলের প্রার্থী হাজি নুরুল ইসলাম বনাম বিজেপির প্রার্থী রেখা পাত্র বনাম বাম-কংগ্রেসের প্রার্থী নিরাপদ সর্দারের মধ্যে । নজরে আছে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র। এখানে লড়াই তৃণমূল বনাম প্রাক্তন তৃণমূলের। হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তৃণমূলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিজেপির প্রার্থী তাপস রায়, বাম-কংগ্রেসের প্রার্থী প্রদীপ ভট্টাচার্যের মধ্যে। এই কেন্দ্রগুলি ছাড়াও ভোটের ময়দানে রয়েছে মথুরাপুর ও জয়নগর কেন্দ্র ।
সপ্তম দফা ভোটে পশ্চিমবঙ্গে মোট বুথের সংখ্যা ১৭ হাজার ৪৭০ টি । এর মধ্যে ৩ হাজার ৭৪৮ টি বুথ স্পর্শকাতর । মোট ৯৬৭ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে । থাকছে ১৯৫৮টি কুইক রেসপন্স টিম। লোকসভা নির্বাচনের শেষ দফায় ৩৩২৯৩ জন রাজ্য পুলিশ রয়েছে দায়িত্বে । শেষ দফা ভোটে শুধুমাত্র কলকাতা পুলিশ কমিশনারেট এলাকার নিরাপত্তায় থাকছে ২৪৬ কোম্পানি বাহিনী । শুক্রবার থেকেই রাস্তায় নেমেছে ১৩ হাজার কলকাতা পুলিশ । শহরজুড়ে শুরু হয়েছে নাকাচেকিং । নির্বিঘ্নে ভোট সম্পন্ন করতে এই প্রথমবার কলকাতার ভোটে রাতের পেট্রোলিংয়ে কেন্দ্রীয় বাহিনীও থাকছে । কলকাতার মোট ৪৫টি জায়গাকে নাকা চেকিংয়ের জন্য চিহ্নিত করা হয়েছে । প্রতিটি পয়েন্টে থাকবে হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও শুক্রবার ৭২টি নাইট পেট্রোলিং গাড়ি থাকছে শহরের নজরদারিতে । অর্থাৎ নজিরবিহীন নিরাপত্তার ঘেরাটোপে অনুষ্ঠিত হবে শেষ দফার ভোট। কমিশনের বিশেষ নজর রয়েছে কলকাতা, বসিরহাট ও ডায়মন্ড হারবার কেন্দ্র ।
গতকাল কন্যাকুমারী পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আগামীকাল ভোটদান পর্ব পর্যন্ত বিবেকানন্দ রকে ধ্যানমগ্ন থাকবেন তিনি । তবে আসমুদ্র হিমাচলের প্রতীক্ষা ফল প্রকাশের দিনের ওপরেই নিবদ্ধ । কে হতে চলেছে ভারত ভাগ্যবিধাতা? নজর থাকবে সেদিকেই।
❤ Support Us